TRENDING:

Mamata Banerjee on Amartya Sen: 'অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালাবে, আমি গিয়ে বসে থাকব!' হুঙ্কার মমতার

Last Updated:

অমর্ত্য সেনের বিরুদ্ধে তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে তিনি সবার আগে বুলডোজারের সামনে বসে পড়বেন৷ এ দিন নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
অমর্ত্য সেনের সমর্থনে ফের সরব মমতা৷
অমর্ত্য সেনের সমর্থনে ফের সরব মমতা৷
advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, অমর্ত্য সেনের বিরুদ্ধে তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এ নিয়ে দু পক্ষে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে৷ কয়েকদিন আগেই অমর্ত্য সেনকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এর পরেই এ দিন চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: শুধু শক্তি নয়, বুদ্ধির জোরে ৭১ জন পড়ুয়াকে বাঁচালেন পুলিশ অফিসার আজহার! প্রশংসায় মমতাও

এই বিতর্কে প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত জানুয়ারি মাসে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে জমির যাবতীয় কাগজপত্রও তুলে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী৷

এর পরেও অবশ্য নিজেদের অবস্থানে অনড় থেকে জমির দাবি থেকে সরে আসেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এ দিন কালিয়াগঞ্জে থানায় হামলার ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গেই অমর্ত্য সেনের জমি বিতর্কের কথা টেনে আনেন মমতা৷ রাজ্যের কোনও ঘটনা ঘটলেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কমিশনের কর্তারা এসে যেভাবে রাজ্য প্রশাসনের সমালোচনা করছেন, তারও প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: 'পুলিশ কি চুড়ি পরে ছিল?' পুলিশের প্রাণ ভিক্ষায় ক্ষুব্ধ মমতা, ক্ষোভের মুখে ডিজি

মুখ্যমন্ত্রী বলেন, 'এটা উত্তর প্রদেশ, গুজরাত নয়৷ এটা বাংলা৷ সংস্কৃতীর পীঠস্থান৷ আগুন নিয়ে খেলা উচিত নয়৷ যখন অমর্ত্য সেনের উপরে আক্রমণ করছে রোজ, তখন চুপ করে থাকে কেন? বলছে অমর্ত্য সেনের বাড়িতে নাকি বুলডোজার চালাবে৷ চালাক, আমি আগে সেখানে গিয়ে বসে থাকব৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের নামের সঙ্গে এখন বুলডোজার শব্দটি প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে৷ একাধিক ক্ষেত্রে সমাজবিরোধীদের সম্পত্তি, বেআইনি নির্মাণ ভাঙার নামে বুলডোজারের ব্যবহার করছে যোগী সরকার৷ তা নিয়ে বিরোধীরা প্রশ্নও তুলেছে৷ এ দিন অমর্ত্য সেনের জমি বিতর্কে সেই বুলডোজার প্রসঙ্গ টেনে এনেই বিশ্বভারতী কর্তৃপক্ষের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Amartya Sen: 'অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালাবে, আমি গিয়ে বসে থাকব!' হুঙ্কার মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল