মমতার দাবি, ‘আমার প্রথম কথা গতকাল একজন ইলেকশন কমিশনার পদত্যাগ করেছেন। বাংলার উপরে জোর করে ভোট লুঠ করার যে চেষ্টা তা তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি পদত্যাগ করেছেন। আমরা তাঁকে স্যালুট জানাই। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কেটে দিচ্ছে।’
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী কে? নাম নিলেন না অভিষেক! চমকে উঠল ব্রিগেড, তারপর…
advertisement
জাতীয় নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও দু’জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত৷ গোয়েল ইস্তফা দেওয়ায় এখন শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে পদে থাকলেন রাজীব কুমার৷ কারণ,গত ফেব্রুয়ারি মাসেই আর এক নির্বাচন কমিশনার অনুপ পান্ডে অবসর নিয়েছেন৷ ভোটের মুখে আচমকা তাঁর ইস্তফায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে৷ গত সপ্তাহেই লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গেও এসেছিলেন অরুণ গোয়েল৷
আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রার্থী তালিকায় বিরাট চমক মমতার! বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলল প্রার্থীদের নাম
অরুণের হঠাৎ পদত্যাগ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে গতকাল থেকেই বিঁধতে শুরু করেছে বঙ্গের শাসকদল তৃণমূল। ররিবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়ে বললেন, ‘কেন্দ্রীয় সরকারের ভোট পরিচালনা মানতে না পেরে কমিশনার পদত্যাগ করেছেন।’ সূত্রের খবর, লোকসভা ভোটে বিজেপির টিকিটে লড়াই করতে পারেন অরুণ গোয়েল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়