TRENDING:

Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার

Last Updated:

এই পরিপ্রেক্ষিতেই মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন করা হয়, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই এই প্রকল্প নিয়ে উদ্য়োগী হল কি না তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর শুরু হয়েছিল দুয়ারে সরকার। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নতুন চমক দিদির সুরক্ষাকবচ। যদিও মুখ্য়মন্ত্রী তথা তৃণমূলনেত্রীর দাবি, এই প্রকল্পের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনও সম্পর্কই নেই। মুখ্য়মন্ত্রীর পাল্টা প্রশ্ন, এই প্রকল্পে পুরসভা এবং শহরাঞ্চলের মানুষও উপকৃত হবেন। ফলে পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে প্রকল্প শুরু করার অভিযোগ ভিত্তিহীন।
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
advertisement

এ দিন নজরুল মঞ্চে আনুষ্ঠানিক ভাবে দিদির সুরক্ষাকবচ প্রকল্পের উদ্বোধন হয়। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। মমতা এবং অভিষেক দু' জনেই জানান, আগামী কয়েক মাসের মধ্য়ে সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক প্রায় দশ কোটি মানুষের কাছে পৌঁছবেন। গ্রামে গ্রামে গিয়ে দলের ৩২০ জন বিধায়ক, সাংসদ সহ বিভিন্ন পদাধিকারী নেতারা রাত কাটিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। দিদির দূত নামে নতুন অ্য়াপও লঞ্চ করা হয়।

advertisement

আরও পড়ুন: বছরের শুরুতেই আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন

মুখ্য়মন্ত্রী জানান, সরকার সরকারের কাজ করবে। কিন্তু অনেক সময় পার্টি লেভেলে কমপ্লেন আসে। কারণ ৭৫ শতাংশ পঞ্চায়েত আমাদের দখলে আছে। এটা ক্ষোভ উগরে দেওয়ার জন্য় নয়। কিন্তু যাতে মানুষের কথা মানুষ বলতে পারে। এটা দুয়ারে সরকারেরই একটা রূপ। দুয়ারে সরকার অনেকটা কাজই করেছে। হয়তো পঁচিশ শতাংশ মতো বাকি আছে। কারণ আমরা হয়তো সেই অভিযোগুলিই পেয়েছি দশ দিন আগে।

advertisement

এই পরিপ্রেক্ষিতেই মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন করা হয়, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই এই প্রকল্প নিয়ে উদ্য়োগী হল কি না তৃণমূল। এই দাবি উড়িয়ে পাল্টা কেন্দ্রের বিজেপি সরকারকেই কটাক্ষ করেছেন মুখ্য়মন্ত্রী। দাবি করেছেন, ভোটের দিকে তাকিয়ে নয়, তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তা পালন করেছে।

আরও পড়ুন: চলতি মাসেই রাজ্য়ে পর পর মোদি- শাহ, এখন থেকেই চব্বিশের অঙ্ক কষছে বিজেপি

advertisement

কটাক্ষের সুরে মমতা বলেন, 'দুয়ারে সরকার কি নির্বাচনের আগে শুরু হয়ে বিনামূল্য়ে ফ্রি রেশন দিলাম, নির্বাচনের আগে তেলের দাম দশ টাকা কমালাম আর ভোট মিটতেই বাড়িয়ে দিলাম, এটা তৃণমূল করে না। আমরা যা বলেছিলাম করেছি। এটা আমাদের গর্ব, অহঙ্কার।'

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বিধানসভা নির্বাচনের আগেও দিদিকে বলো নামে কর্মসূচি চালু করেছিল তৃণমূল। সেই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধেই দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, দিদিকে বলো-র আদলে একই ভাবে মানুষকে বিভ্রান্ত করতে নতুন এই কৌশল নিয়েছে তৃণমূল। তাঁর আরও দাবি, বিজেপি-কে দেখেই দলের নেতাদের গ্রামে গিয়ে রাত্রিবাসের কথা বলছে তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল