বেসরকারি মতে, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজনৈতিক হিংসায় অন্তত ৪৯। মুখ্যমন্ত্রী যদিও এ দিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও মুখ্যমন্ত্রী অবশ্য বুঝিয়ে দিয়েছেন, দলমত নির্বিশেষেই নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে৷
আরও পড়ুন: ১৯৫৬-র বদলা ১০,৪৫৭! দু’ বছরেই শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট হয়েছে ৭১ হাজার বুথে৷ আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে৷ যাঁঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত৷ ১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের৷ মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে৷ মৃতরা পরিস্থিতির শিকার৷’
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক হিংসা এবং খুনের মতো ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷ মমতা বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যাঁরা অপরাধী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷’