TRENDING:

Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১৯, দাবি মমতার! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির ঘোষণা

Last Updated:

বেসরকারি মতে, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজনৈতিক হিংসায় অন্তত ৪৯। মুখ্যমন্ত্রী যদিও এ দিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের পুলিশে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি-এএনআই
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি-এএনআই
advertisement

বেসরকারি মতে, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজনৈতিক হিংসায় অন্তত ৪৯। মুখ্যমন্ত্রী যদিও এ দিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও মুখ্যমন্ত্রী অবশ্য বুঝিয়ে দিয়েছেন, দলমত নির্বিশেষেই নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হবে৷

আরও পড়ুন: ১৯৫৬-র বদলা ১০,৪৫৭! দু’ বছরেই শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট হয়েছে ৭১ হাজার বুথে৷ আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে৷ যাঁঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত৷ ১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের৷ মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে৷ মৃতরা পরিস্থিতির শিকার৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক হিংসা এবং খুনের মতো ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷ মমতা বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যাঁরা অপরাধী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১৯, দাবি মমতার! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল