তবে তাঁর এই বক্তব্যের নেপথ্যে কারণ ও যুক্তিও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই আগে প্রধানমন্ত্রীর অধীনে ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে। তাই সিবিআই-এর অযাচিত তৎপরতার সঙ্গে সরাসরি যুক্ত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: 'সাতদিন সময় দিলাম... দেখুন কি করি!' পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর!
advertisement
আরও পড়ুন: 'কেষ্ট বীরপুরুষ'... অনুব্রত মণ্ডলকে ফের দরাজ সার্টিফিকেট মমতার! মনে করালেন রবীন্দ্রনাথ
সোমবার রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ইডি সিবিআই তৎপরতা নিয়ে নিন্দা প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছেন। এটা বিজেপির নেতারা করেছেন। তাঁর এদিনের কথায় কার্যত এই বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ির পিছনে আসলে দায়ী আসলে বিজেপি নেতারা।' কার্যত অমিত শাহ-জেপি নাড্ডাদের কাঠগড়ায় তুলেছেন মমতা।