TRENDING:

Mamata Banerjee challenges Suvendu Adhikari: 'একদিনে পদত্যাগ করব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, বিরোধী দলনেতার নামে মোদিকে নালিশের হুঁশিয়ারি!

Last Updated:

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার সাথে জঙ্গিদের যোগাযোগ বলে দিচ্ছেন। এর চেয়ে মৃত্যু হওয়া ভাল। এই দেশ সবার।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তাঁর সঙ্গে কাশ্মীর বা বাংলাদেশি জঙ্গিদের যোগাযোগের প্রমাণ দিতে পারলে, তিনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তোলার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগও জানাবেন বলে বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
News18
News18
advertisement

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার সাথে জঙ্গিদের যোগাযোগ বলে দিচ্ছেন। এর চেয়ে মৃত্যু হওয়া ভাল। এই দেশ সবার।’

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট

গতকাল বিধানসভায় সাসপেন্ড হওয়ার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতাকে সেই সমস্ত অভিযোগের উত্তর দেন মমতা৷

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি নাকি মুসলিম লিগ করি? আমার সঙ্গে কাশ্মীরের বা বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি। যদি এই অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব৷ আমি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব, জানতে চাইব আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বিরোধী দলনেতা তুলতে পারেন কি না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় অবশ্য বিরোধী দলনেতা বা বিজেপির কোনও বিধায়কই বিধানভার ভিতরে উপস্থিত ছিলেন না৷ গতকাল শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে চার বিধায়ককে স্পিকারের সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি৷  অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় পাল্টা বিধানসভার গেটে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee challenges Suvendu Adhikari: 'একদিনে পদত্যাগ করব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, বিরোধী দলনেতার নামে মোদিকে নালিশের হুঁশিয়ারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল