বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার সাথে জঙ্গিদের যোগাযোগ বলে দিচ্ছেন। এর চেয়ে মৃত্যু হওয়া ভাল। এই দেশ সবার।’
আরও পড়ুন: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
গতকাল বিধানসভায় সাসপেন্ড হওয়ার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতাকে সেই সমস্ত অভিযোগের উত্তর দেন মমতা৷
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি নাকি মুসলিম লিগ করি? আমার সঙ্গে কাশ্মীরের বা বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি। যদি এই অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব৷ আমি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব, জানতে চাইব আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বিরোধী দলনেতা তুলতে পারেন কি না৷’
এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় অবশ্য বিরোধী দলনেতা বা বিজেপির কোনও বিধায়কই বিধানভার ভিতরে উপস্থিত ছিলেন না৷ গতকাল শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ককে চার বিধায়ককে স্পিকারের সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি৷ অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় পাল্টা বিধানসভার গেটে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা৷
