আরও পড়ুন উত্তরের চা-বলয়ের জেলায় সংগঠনে একাধিক বদল আনল তৃণমূল কংগ্রেস
শুধু বিজেপি নয়, একই সঙ্গে তাঁর নিশানায় ছিল কংগ্রেস এবং সিপিএম৷ তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষের দল হিসেবে ব্যাখ্যা করেন মমতা৷ একই সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপি দেশ লুঠ করত চায় বলে কটাক্ষ করেন তিনি৷ শুধু বিজেপি নয়, কংগ্রেস এবং বামেদের কাছে কোনও ভাবে মাথা নিচু করবে না তৃণমূল কংগ্রেস, এমনই হুঙ্কার দেন দলনেত্রী৷ এমনকী আবারও বিজেপিকে দেশ থেকে হঠানোর ডাক দিলেন মমতা৷
advertisement
আরও পড়ুন "কেষ্টকে গ্রেফতার কেন? কী করেছিল?" চারদিন পরে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের
১৬ অগাস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হয়৷ সেই দিনটি এবার থেকে প্রতিবাদ দিবস হিসেবেও পালন করবে তৃণমূল, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ এবং সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার ডাক দেন দলের কর্মী সমর্থকদের৷ কীভাবে হবে সেই প্রতিবাদ? মমতা জানান, চায়ের দোকানে বসবেন। মানুষের বাড়িতে যাবেন। বিরক্ত করবেন না৷ রাস্তায় নামতে হবে। খেলা হবে দিবসে খেলতে খেলতে মিছিল করুন। ট্রেড মিলে না হেঁটে ছুটির দিন বিকেলে মিছিল করবেন। সিপিএম,কংগ্রেস, বিজেপি সকলের বিরুদ্ধে প্রতিবাদে নামুন৷ এভাবেই ১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷