TRENDING:

১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

১৬ অগাস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হয়৷ সেই দিনটি এবার থেকে প্রতিবাদ দিবস হিসেবেও পালন করবে তৃণমূল, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার চার দিন পর সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকাশ্য অনুব্রতর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন তোলেন কীসের ভিত্তিতে তাঁর প্রিয় কেষ্টকে গ্রফতার করল সিবিআই৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন যে গরু পাচারের অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে তার কোনও ভিত্তিই নেই৷ এবং এই প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে এক হাত নেন৷ তৃণমূল সুপ্রিমোর কথায়, "গরুর টাকা বলছে। ইউপি দিয়ে কেন পাঠাও? বর্ডার কার? কোল ইন্ডিয়া কার? দায়িত্ব পালন না করে বড় বড় কথা।"
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন উত্তরের চা-বলয়ের জেলায় সংগঠনে একাধিক বদল আনল তৃণমূল কংগ্রেস

শুধু বিজেপি নয়, একই সঙ্গে তাঁর নিশানায় ছিল কংগ্রেস এবং সিপিএম৷ তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষের দল হিসেবে ব্যাখ্যা করেন মমতা৷ একই সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপি দেশ লুঠ করত চায় বলে কটাক্ষ করেন তিনি৷ শুধু বিজেপি নয়, কংগ্রেস এবং বামেদের কাছে কোনও ভাবে মাথা নিচু করবে না তৃণমূল কংগ্রেস, এমনই হুঙ্কার দেন দলনেত্রী৷ এমনকী আবারও বিজেপিকে দেশ থেকে হঠানোর ডাক দিলেন মমতা৷

advertisement

আরও পড়ুন "কেষ্টকে গ্রেফতার কেন? কী করেছিল?" চারদিন পরে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

১৬ অগাস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হয়৷ সেই দিনটি এবার থেকে প্রতিবাদ দিবস হিসেবেও পালন করবে তৃণমূল, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ এবং সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার ডাক দেন দলের কর্মী সমর্থকদের৷ কীভাবে হবে সেই প্রতিবাদ? মমতা জানান, চায়ের দোকানে বসবেন। মানুষের বাড়িতে যাবেন। বিরক্ত করবেন না৷ রাস্তায় নামতে হবে। খেলা হবে দিবসে খেলতে খেলতে মিছিল করুন। ট্রেড মিলে না হেঁটে ছুটির দিন বিকেলে মিছিল করবেন। সিপিএম,কংগ্রেস, বিজেপি সকলের বিরুদ্ধে প্রতিবাদে নামুন৷ এভাবেই ১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু: মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল