মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ অবশ্য ফিরিয়ে দেননি বিরোধী দলনেতা। তবে, তিনি একাও যাননি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান শুভেন্দু অধিকারী। সেখানে দু'তরফে বেশ কিছুক্ষণ কথাও হয়। এরপর শুভেন্দু অধিকারী বলেন, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে।''
আরও পড়ুন: 'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, বলবেন শুভেন্দু অধিকারীও!
advertisement
যদিও এদিন বিধানসভায় নিজের বক্তব্যে একাধিক বিষয়ে শুভেন্দুর দিকে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''আপনি এক সময় কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে ছিলেন। অখিল গিরি দলের জন্মের সময় ছিলেন। আপনার বাবা সিনিয়র নেতা। তাকে সম্মান করি।'' নাম না নিলেও রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন শুভেন্দুই।
আরও পড়ুন: বহরমপুরে মহুয়া মৈত্র, নেত্রীকে কাছে পেয়েই ভয়ঙ্কর অভিযোগ নিহত তৃণমূল নেতার স্ত্রীর!
এমনকি মুখ্যমন্ত্রী আরও বলেন, ''যাকে ভাইয়ের মতো স্নেহ করতাম। তিনি বললেন সরকার অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি হয়ে গেছে।''