প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের পর ২০১১ সালে ফের ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল৷ ৩৪ বছরের বাম শাসনের পর তৃণমূলের রাজ্যে ক্ষমতা দখলের সময় ভবানীপুর কেন্দ্র থেকে প্রথমে জিতেছিলেন তৃণমূলের থেকে সুব্রত বক্সী৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হলেও এ বারের মতোই ২০২১ সালেও তাঁকে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে হয়েছিল৷ কারণ তখন তিনি সাংসদ ছিলেন৷ ফলে সুব্রত বক্সী ইস্তফা দেওয়ার পর ভবানীপুর থেকে লড়ে জিতে আসেন মমতা৷
advertisement
আরও পড়ুন: উড়ে গেল শোভনদেব-রুদ্রনীলের ব্যবধান, ভবানীপুরে মমতার রেকর্ড জয়ের অপেক্ষায় তৃণমূল!
২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯,৯৩৬ ভোটে৷ আর ২০১১-র উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৫৪,২১৩ ভোটে৷ কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গেল। জানা যাচ্ছে, ২০ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৫৬, ৫৮৮ ভোটে। অর্থাৎ, এরই মধ্যে ভেঙে গিয়েছে ২০১১-এর ভবানীপুরের উপনির্বাচনে মমতারই করা রেকর্ড।
এবারের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন মোট ৮৪৭০৯ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬৩২০ ভোট। সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট।