সাসপেন্ড হওয়ায় এই মুহূর্তে বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারছেন না শুভেন্দু অধিকারী৷ গত কয়েক দিন বিজেপি বিধায়কদের সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা৷ এর প্রতিবাদে এ দিন বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন তিনি৷
advertisement
আরও পড়ুন: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী
এই পরিস্থিতিতে এ দিন বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী৷ বক্তব্য রাখতে উঠলেও প্রথমে বিরোধী শিবিরকে বক্তব্য রাখার সুযোগ দেন তিনি৷ বিজেপির পক্ষে শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, বিরোধী দলনেতাকে অধিবেশন কক্ষের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে শাসক শিবির৷
জবাব দিতে উঠে তৃণমূল বিধায়কদের হুঁশিয়ারি দেওয়ার জন্য নাম না করেই বিরোধী দলনেতাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দুর দল বদল নিয়েও কটাক্ষ করেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যিনি এইসব কথা বলেছেন, তাকে পস্তাতে হবে। তিনি তিনবার দল বদল করেছেন। তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন। আর কিছুদিন বাদে দেখবেন আসবে অন্য দলে যাওয়ার প্রস্তাব আসবে। কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, আসলে তোমার জামা বদল হয়েছে। ভেতর একই আছে। এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়।’
গত বেশ কিছু কয়েক মাস ধরেই বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের জল্পনা চলছে৷ এ দিন তা নিয়েও গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন। ভগবান, সভাপতি পদ পেতে লড়াই করতে হয়?’
মুখ্যমন্ত্রী বিধানসভায় এই বক্তব্য রাখার পর পরই বিধানসভার বাইরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা৷ ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চ্যালেঞ্জও ছোড়েন বিরোধী দলনেতা৷