TRENDING:

'মন কি বাত মন কি ব্যথা হয়ে যাবে', মোদির 'মন' নিয়ে কটাক্ষ মমতার

Last Updated:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি বাংলাকে অপমান করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে দলকে চাঙ্গা করার জন্য 'ভোকাল টনিক' দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী দলগুলিকেও এদিন জোরদার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি বাংলাকে অপমান করার অভিযোগ তুলেছেন তিনি। প্রতি সপ্তাহে নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করার জন্য মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের নাম টেনে এনে কটাক্ষ করেন মমতা।
মন কি বাত নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
মন কি বাত নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
advertisement

এদিন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলনেত্রী। মোদির 'মন কি বাত'-কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মন কি বাত মনের ব্যথায় পরিণত হবে'। নাম না করে মোদির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, 'মনে ব্যথা হয় না'? মমতার কটাক্ষ, 'বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো। কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।'

advertisement

আরও পড়ুন: কুকুরের কৃমি থেকে ডিম্বাশয়ে সিস্ট! বিরল রোগ তরুণীর, বাড়িতে পোষ্য থাকলে সাবধান

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি নিজেদের কথায় চালনা করছে বলেও এদিন ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কটাক্ষ, 'কাল মলয়, পরশু ববি, তারপর চন্দ্রিমা। অভিষেকের বাচ্চাও দু'বার ঘুরে এসেছে সিবিআই অফিস থেকে। রাজনীতিতে লড়াই করো, আমরা আছি। ২০২১ কি করতে বাকি রেখেছো। জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই। ভেবেছে স্ট্রং নেতাদের গ্রেফতার করালে, বাকি কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো নিহত সিংহের চেয়ে, আহত সিংহ অনেক ভয়ংকর।'

advertisement

আরও পড়ুন: ১৩টি বিমানসংস্থায় তালা, ধুঁকছে দেশের বিমান পরিষেবা! বেহাল দশার কথা খুবই চিন্তার

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তৃণমূলনেত্রী মমতার হুঙ্কার, 'আমি চাই বিজেপি বেশি করে এজেন্সি করুক। পরে দেখবেন আইনে সব জিরো। কিচ্ছু নেই। আমরা লড়াই করতে তৈরি। লড়াইয়ের পালটা, লড়াই হবে৷ গ্যাস, জ্বালানির দাম বাড়িয়ে, এজেন্সি দিয়ে হবেনা। মন কি বাত, মন কি ব্যথা হয়ে যাবে।'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'মন কি বাত মন কি ব্যথা হয়ে যাবে', মোদির 'মন' নিয়ে কটাক্ষ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল