TRENDING:

Mamata Banerjee: ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর! মমতার হুঁশিয়ারির পরেই অ্যাকশনে বিধাননগর পুলিশ

Last Updated:

Mamata Banerjee: নথি চুরির অভিযোগে এই এফআইআর করা হবে বলে সূত্রের খবর। আইপ্যাকের অফিসে বসেই দীর্ঘক্ষণ বসে আছেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইডির বিরুদ্ধে এফআইআর
ইডির বিরুদ্ধে এফআইআর
advertisement

কলকাতা: ভোটের বাংলা তোলপাড়। তৃণমূল কংগ্রেসের গোপন নথি হাতাতেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির একটি পুরনো মামলায় সল্টলেকে আইপ্যাকের (রাজ্যের শাসক দল তৃণমূলের পরাদর্শদাতা সংস্থা) অফিস ও ভোটকুশলী সংস্থার কর্ণধারের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। এরপরই প্রথমে প্রতীক জৈনের বাড়িতে ও পরে সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা। সেখানেই তিনি অভিযোগ করেন, তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর মতে ইডির এই হানা ‘অপরাধ’। রাজ্যে এখন এসআইআরের কাজ চলছে। সেই সংক্রান্ত তথ্যও ‘ট্রান্সফার’ করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এরপরই মুখ্যমন্ত্রী সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেই ডেকে নেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে ডেকে নেন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়, ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বিধাননগর পুলিশ।

advertisement

নথি চুরির অভিযোগে এই এফআইআর করা হবে বলে সূত্রের খবর। আইপ্যাকের অফিসে বসেই দীর্ঘক্ষণ বসে আছেন মুখ্যমন্ত্রী। সেখানেই সারছেন একের পর এক বৈঠক। সল্টলেকে আইপ্যাকের দফতর যে ভবনে রয়েছে, তার বেসমেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। কথা বলে আবার ঢুকে পড়েন দফতরে। তার আগে বলেন, ‘‘যত ক্ষণ প্রতীক না আসছেন, যত ক্ষণ প্রতীক এসে অফিসে সেট্‌ল না-করছেন, তত ক্ষণ আমি এখানে অপেক্ষা করব।’’

advertisement

তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বলেন, ‘‘ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতিক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে।’’ এর পরেই তিনি আঙুল তোলেন বিজেপির দিকে। তাঁর কথায়, ‘‘বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি।’’

তাঁর সংযোজন, ভোর থেকে অপারেশন চালু করেছে। সকাল ৬টার সময়ে এখানে (আইপ্যাকের দফতর) শুরু হয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।’’ তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এর পরে বলেন, ‘‘আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দেওয়াই? সেটা ঠিক হবে?’’ আইপ্যাকের কর্ণধার এবং দফতরে ইডি অভিযান নিয়ে প্রতিবাদ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার বিকালে রাজ্য জুড়ে সব ব্লকে মিছিল, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে লুটের বিরুদ্ধে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুখস্থবিদ্যা ছেড়ে হাতেকলমে শিখুক খুদেরা! জঙ্গলমহলের প্রাথমিক স্কুলে অভিনব আয়োজন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর! মমতার হুঁশিয়ারির পরেই অ্যাকশনে বিধাননগর পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল