মমতার সংযোজন, ”বনধের রাজনীতিতে বিশ্বাস করি না। কীসের বনধ? বনধ চাইলে যাও, আগে প্রধানমন্ত্রীর কাছে। খালি এজেন্সির ব্যবহার। কাল ডেডবডি নিতে এসেছিল। কারও চোখ নষ্ট করেছে। কারও পা ভেঙেছে। কারও কানে মেরেছে। পুলিশ সংযত থেকেছে। পুলিশ ওদের চক্রান্ত ভেস্তে দিয়েছে। ওরা ডেডবডি নিতে এসেছিল। পুলিশ নিজের রক্ত দিয়ে ওদের চক্রান্ত আটকাচ্ছে।”
advertisement
আরও পড়ুন: সিবিআই-এর কাছে সন্দীপের ১২ দিন পার, তদন্ত কতদূর? চমকে দিয়ে আজ কার হবে পলিগ্রাফ টেস্ট?
বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ”মহারাষ্ট্র আদালত বনধকে অবৈধ ঘোষণা করতে পারে। কলকাতায় একটা PIL হয়েছিল। একটু নড়েচড়ে বসা কি দরকার ছিল না? আইনজীবীদের বলব, আদালতে বিজেপিকে ছেড়ে দেবেন না। যাতে সাধারণ মানুষ বিচার পায়।”
রীতিমতো আক্রমণ করে তিনি বলেন, ”খুনী, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। দুবৃত্তরা তাতে ঠান্ডা হয়ে যাবে।”