কলকাতা: আইপ্যাকে ইডি হামলার প্রতিবাদে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুক্রবার দুপুরে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল সাড়ে ৪টে নাগাদ হাজরায় শেষ হয় মিছিল। এরপরই একের পর এক ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ” আমাকে আঘাত না করলে আমি ঘুমিয়ে পড়ি, রামকৃষ্ণ বা কৃষ্ণ উপকথা শুনি। যদি আমাকে আঘাত করে, তাহলে পুনর্জীবন পাই। গতকাল আমি প্রাণ পাই। কী করবে, আমাকে জেলে ভরবে?”
advertisement
বস্তুত বৃহস্পতিবার আইপ্যাকে ইডি হানার পরই মমতা পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এরপর সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে গিয়েও দীর্ঘক্ষণ বসেছিলেন। যা দেখে অনেকেই বলছেন, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যেন ফিরে গিয়েছিলেন সেই বিরোধী নেত্রীর ভূমিকায়। আজ মমতার মুখে পুনর্জীবন সেই সূত্রেই বলে মনে করছেন অনেকে।
এদিন হাজরায় পৌঁছে মমতা বলেন, ”আমার দলের কর্মীরাই আমার সম্পদ। আমার ডেডিকেটেড কর্মী। SIR সেন্টারে ডেকে পাঠানো হচ্ছে। নথি নিচ্ছে কিন্তু পাল্টা নথি দিচ্ছে না। অন্ত:সত্ত্বা মা–কে ডেকে পাঠাচ্ছে। নাকে নল লাগানো অবস্থায় ডেকে পাঠিয়ে অত্যাচার করছে। জুমলা, অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যাভিচারী, স্বৈরাচারী পার্টি। এরা পার্টি না দোপাটি।”
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ”বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। কেন নিজেরা পদত্যাগ করবেন না। রোহিঙ্গা একটাও বাংলায় খুঁজে পাওয়া যায়নি। তারা আসবে কোথা থেকে? বাংলার ওপর হামলার একটাই কারণে। কারণ ওরা জোর করে দখল করতে চায় মহারাষ্ট্রের মতো। কমিশন আমার কী করবে? ঘেঁচু করবে। আগের বার আমাকে ২৪ ঘন্টা ক্যাম্পেইন করতে দাওনি। আমি গান্ধি মূর্তিতে বসেছিলাম। আমাকে এক দিন আটকাবে, আমি ১০০ দিনের ফসল তুলে নেব।”
