সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে দাবি করেন, ''এত দূর্বল ভাববেন না। আজ এত কষ্টের মধ্যেও ১ তারিখে সরকারি কর্মচারীরা মাইনে পান। ৯০ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে। তবুও আমরা কাউকে বঞ্চিত করি না। আজ রিজার্ভ ব্যাংক চিন্তিত অর্থনীতি নিয়ে। শ্রীলংকাতে যা হয়েছে, তার প্রভাব পড়বে না এখানে?এজেন্সি আপনার আছে, আমারও আছে।''
advertisement
আরও পড়ুন: রাজ্যের উন্নয়নে বিরাট পদক্ষেপ, নবান্নের এক বৈঠক ঘিরে শোরগোল তুঙ্গে
মমতা এদিন বলেন, দেশে বহু রাজনৈতিক দল রয়েছে। ভোটের সময়ে এক কথা বলে। ভোট ফুরলেই অন্য কথা শোনা যায়। ভোটের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথা বলেছিলাম, করেছি। দুয়ারে রেশনের কথা বলেছিলাম, করেছি। আর কেন্দ্র বছরে ১০ বার পেট্রোলের দাম বাড়ায়। গ্যাস, কেরোসিনের দাম বাড়ায়। নিজেরই আগুন জ্বালায়, আবার বদনামও করে বাংলাকে। ওরা বাংলাকে ভালোবাসে না। মানুষের সঙ্গে সম্পর্ক নেই।''
আরও পড়ুন: বিমানের মধ্যে এ কী পরিস্থিতিতে পড়লেন স্মৃতি ইরানি! তুমুল বিতর্ক, ভাইরাল ভিডিও
এরপরই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''আমি যতদূর জানি ১৪ টা দেশ আসছে। আমার মিশন এখন একটাই - শিল্প। আগামী দিনে আরও অনেক শিল্প আসছে। ২ থেকে ৩ মাসের মধ্যে ধনধান্যে স্টেডিয়াম আসছে। বড় কাজের জন্য বড় মানসিকতার প্রয়োজন আছে। নিজেকে গর্ব করতে শিখুন। নিজদের গর্ব করতে জানুন। অনেক প্রজেক্ট আসছে এখানে।''