TRENDING:

Mamata Banerjee on John Barla: 'বাবুল তো আজকে খারাপ', জন বার্লাকে মন্ত্রী করায় বিজেপি-কে আক্রমণ মমতার

Last Updated:

বিষয়টি নিয়ে এ দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে জন বার্লার (John Barla) নাম না করেও বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন৷ সেই জন বার্লাকেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হল৷ কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে আলিপুরদুয়ারের সাংসদকে৷ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি তোলার পর জোর বিতর্ক তৈরি হয়েছিল৷ সেই সময় বিষয়টিকে বার্লার ব্যক্তিগত মত বলেই দায় এড়িয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ ফলে পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে বিজেপি-র অবস্থান স্পষ্ট হয়নি৷ এ দিন জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়ার স্পষ্ট, বিতর্কিত দাবির পর দলের তিরস্কারের মুখে না পড়লেও বড় পুরস্কারই পেলেন আলিপুরদুয়ারের সাংসদ৷
advertisement

বিষয়টি নিয়ে এ দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে জন বার্লার নাম না করেও বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার আরও দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর ইস্তফা নিয়েও বিজেপি-কে খোঁচা দিয়েছেন তিনি৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে৷ ওই রাজবংশী মহিলাকেও (দেবশ্রী চৌধুরী) নাকি ইস্তফা দিতে বলেছে৷' জন বার্লার নাম না করেও মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা কাকে মন্ত্রী করবে, কাকে সান্ত্রি করবে, কাকে তুলে আনবে, কাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা ওদের দলের বিষয়৷ বিজেপি দলটা নিজেরাই সবথেকে বড় বিচ্ছিন্নতাবাদী৷ মানুষের সময় খারাপ হয় আর বিনাশকালে বুদ্ধিনাশ হয় তখন এই সব শক্তিকেই খুঁজে বেরায়৷ কিন্তু এই সব শক্তি পাতে দেওয়ার যোগ্য নয়৷ এরা কোনও কাজে লাগবে না৷ এতে বিজেপি সন্তুষ্ট হতে পারে, কিন্তু মানুষের কোনও কাজে লাগবে না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, জন বার্লার পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তাঁকে মন্ত্রী করে আদিবাসীদের মন জয় করা গেল৷ আবার শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে নীশীথ প্রামাণিকের সঙ্গে আরও একজন সাংসদকেও মন্ত্রী করা গেল৷ ২০২৪ সালের কথা ভেবেই উত্তরবঙ্গে দলের রাশ আলগা হতে দিতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ পৃথক রাজ্য হোক না হোক, অনুন্নয়নের জিগিড় তুলে সেই দাবি বজায় রাখতে পারলে তা যে তাঁদের রাজনৈতিক সুফল দেবে, তা বিজেপি রাজ্য নেতাদের মতো কেন্দ্রীয় নেতারাও বুঝে গিয়েছেন৷ তার উপর প্রকাশ্যে এই দাবির বিরোধিতা করলে দলেরই বহু বিধায়ক, নেতা বেঁকে বসতে পারেন৷ সেই আশঙ্কাও রয়েছে বিজেপি নেতৃত্বের৷ এই সমস্ত অঙ্কেই সম্ভবত পৃথক উত্তরবঙ্গের মতো বিতর্কিত দাবি তুলেও কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন আলিপুরদুয়ারের সাংসদ৷ তবে গত কয়েকদিন ধরে এই দাবি অবশ্য জন বার্লার মুখে আর শোনা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on John Barla: 'বাবুল তো আজকে খারাপ', জন বার্লাকে মন্ত্রী করায় বিজেপি-কে আক্রমণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল