ফের পুলিশের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ”কলকাতা পুলিশ যা যা করার দরকার সব করেছে। ওরা সারারাত ঘুমায়নি। আমি বলেছিলাম যতক্ষণ না শেষকৃত্য হবে, আমাকে মেসেজ দেবে। আমি রাজনীতি করি, কিন্তু তার আগে আমি একজন মানবিক মানুষ। আমি কারও ক্ষতি করিনি। বুদ্ধবাবু মারা গিয়েছেন। হাজরাতে আমাকে মেরে ফেলতে গিয়েছিল। ক্ষমতায় কারা ছিল?
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে একটাই দাবি, ‘ফাঁসি চাই’, নারী-বাহিনী নিয়ে এবার পথে নামলেন মমতা!
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধর্ষকদের মালা পড়িয়েছিল কে? আমাদের রাজা তো চেঞ্জ হল না। উনি বড় বড় কথা বলেছেন, বলতেই পারেন। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই উনি বলছেন, বিজেপি রাজ্যে মহিলাদের নিরাপত্তা আছে তো? বিজেপি কী ভাবছে, আমরা ভদ্রতা দেখাব আর আপনারা দুর্বল ভাববেন। বাংলায় কোনও ঘটনা ঘটলেই আমরা সঙ্গেসঙ্গে ব্যবস্থা করি।”
এরপরই মমতা বলেন, ”সাইবার ক্রাইম নিয়ে কেন্দ্র যদি আইন করতে পারে, তাহলে রাজ্য পারে না কেন?” এরপরই তিনি বলেন, ”রাত তিনটে থেকে সকাল ৯ টা পর্যন্ত ডিউটিতে যাঁরা ছিলেন, কেন খবর নিলেন না মেয়েটির? প্রতি ঘন্টায় ঘন্টায় তো খোঁজ রাখতে হয় রোগীদের। কিন্তু এখানে রাজনীতি করতে নামবেন বলে করছেন। মনে রাখবেন আন্দোলনের মধ্যে আমার জন্ম। আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা দিতে হবে।”