Mamata Banerjee Rally: আরজি কর কাণ্ডে একটাই দাবি, 'ফাঁসি চাই', নারী-বাহিনী নিয়ে এবার পথে নামলেন মমতা!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Rally: মিছিল শেষে মঞ্চে ওঠেন মমতা। পাশে তৃণমূলের সাংসদ, বিধায়কেরা।
কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে, এমনই অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। বাম ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ তৃণমূলের। বাম-রামের এই চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল। তবে, শুরু থেকেই আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি করে আসছিলেন মমতা। সেই সূত্রেই আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মমতা। সঙ্গে আছেন শতাব্দী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সায়ন্তিকা, চন্দ্রিমা ভট্টাচার্য, অদিতি মুন্সি, দোলা সেন, লাভলি মৈত্র। রয়েছেন বাংলা ছবি এবং সিরিয়ালের জগতের কয়েক জন।
মিছিল শেষে মঞ্চে ওঠেন মমতা। পাশে তৃণমূলের সাংসদ, বিধায়কেরা। তাঁদের মুখে একটাই স্লোগান, ‘‘দোষীদের শাস্তি চাই। শাস্তি নয়, ফাঁসি চাই। তাড়াতাড়ি বিচার চাই।’’
আরও পড়ুন: সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের
advertisement
মিছিলের মাঝেই পথে ট্রাম ভবনের সামনে মিছিল থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ জনের সঙ্গে কথাও বলেন মমতা। তার পর আবার এগিয়ে যান তিনি। মৌলালি থেকে গোটা যাত্রাপথটাই হাতজোড় করে মিছিলে হাঁটেন মমতা। পাশে তৃণমূল সাংসদ, বিধায়ক, কর্মীদের মুখে স্লোগান, ‘‘দোষীদের ফাঁসি চাই।’’
advertisement
এদিকে, আগামিকাল ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। গত বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানে এই ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। সিপিআইএম বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে নেত্রী বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার।
advertisement
মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গত শুক্রবার আরজি করের ঘটনার দিন ছিলাম ঝাড়গ্রামে। সেখান থেকেই পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছি। ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পৃথিবীর সেরা কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা তদন্ত করছিল। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। আশা করব ওরা রবিবারের মধ্যে রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে, রাজ্য পড়ুয়াদের দাবি মেনে এমএসভিপি, প্রিন্সিপাল, পুলিশকে বদলি করেছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 4:31 PM IST