এখানেই শেষ নয়, রীতিমতো বিস্ফোরক ঢঙেই মমতার সংযোজন, 'রাজনৈতিক ভাবে এরা মোকাবিলা করতে পারেনা৷ কংগ্রেস, মুলায়ম সিং, শরদ পাওয়ারকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে৷ আমাকে আঘাত করার জন্য অভিষেকের বিরুদ্ধে কেস করছে৷ ন ঘণ্টা জেরা করার পর বলছে আবার এসো৷ কলকাতার মামলা দিল্লিতে ডেকে জেরা করছে৷'
একদিকে অভিষেক, অপরদিকে, বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে এদিন উপনির্বাচনের দামামা বাজিয়ে দেন তৃণমূল নেত্রী। বলেন, 'সকাল থেকে রাত কোভিডের টিকা নেই, বিজেপি-র দেখা নেই৷ গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, বিজেপি-র দেখা নেই৷ কৃষকরা দশমাস ধরে আন্দোলন করছে বিজেপি-র দেখা নেই৷ শুধু এজেন্সিকে ডেকে ডেকে বলছে একে গ্রেফতার করো, ওকে গ্রেফতার করো৷'
advertisement
আরও পড়ুন: দিল্লিতে গিয়েই গড়কড়ির কাছে শুভেন্দু, নন্দীগ্রাম নিয়ে জরুরি আলোচনা!
ইডি সূত্রে অবশ্য বলা হচ্ছে, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অনেক প্রশ্নেরই উত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। অভিষেককে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও অনেক উত্তর এখনও অধরা। যদিও ইডি’র জিজ্ঞাসাবাদের পর অভিষেক সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি। কিন্তু অভিষেকের সেইসব উত্তরে সন্তুষ্ট না হয়েই ফের তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হচ্ছে।
এদিন অবশ্য বিজেপির প্রতিহিংসা নিয়ে বলতে গিয়ে ফের ত্রিপুরার প্রসঙ্গ উঠে এসেছে তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেন, 'ত্রিপুরায় আমাদের মিটিং করতে দেওয়া হচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রতিদিন আমাদের কর্মীদের রক্তাক্ত করা হচ্ছে৷ আমি যদি এখানে ঢুকতে না দিই? আমি তো সেটা করিনা, তাহলে ওদের সঙ্গে আমার কী পার্থক্য থাকল?'