TRENDING:

‘আমি বেঁচে থাকতে বাংলায় কেউ NRC চালু করতে পারবে না’, মমতার চরম হুঁশিয়ারি

Last Updated:

মোদি সরকারকে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে এই ভাষাতেই বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ভারত ভাগ করতে দেব না ৷ বাংলায় এনআরসি মানব না ৷ ২ কোটি কেন ২ জন লোকের গায়েও আঁচ লাগলে তা মেনে নেওয়া হবে না ৷ মোদি সরকারকে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে এই ভাষাতেই বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি কেউ চালু করতে পারবে না ৷
advertisement

জাতীয় নাগরিক পঞ্জি না NRC বিলের বিরুদ্ধে এবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত চলে তৃণমূলের পদযাত্রা ৷ পায়ে হেঁটে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী ৷ এদিন ফের এনআরসি (NRC) ইস্যুতে ক্ষোভ ঝরে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ বলেন, ‘এনআরসির নামে অসমে ১৯ লক্ষ নাম বাদ ৷ তার মধ্যে রয়েছেন বহু হিন্দু, বহু গোর্খা ও বহু মুসলিমদের নাম ৷ নাগরিকপঞ্জির নামে ভাগাভাগির রাজনীতি চালাচ্ছে বিজেপি ৷’

advertisement

অসমের পর বাংলা সহ গোটা দেশেই এনআরসি চালু করতে আগ্রহী কেন্দ্র ৷ বিভিন্ন সময় জাতীয় থেকে রাজ্যের বিজেপি নেতারা বাংলায় এনআরসি-এর কথা বারবার বলেছেন ৷ অমিত শাহ, নরেন্দ্র মোদি, স্মৃতি ইরানি থেকে দিলীপ ঘোষ বাংলায় শীঘ্রই এনআরসি চালু করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ৷ এর পাল্টা তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, ‘বাংলা থেকে ২ কোটি নাম বাদ দেবে বলছে ৷ ২ জনের গায়ে হাত দিয়ে দেখুক ৷ দেশভাগের চক্রান্ত মানব না ৷ আন্দোলনের মধ্য দিয়েই জবাব দেব ৷ বাংলা ভাগের চেষ্টা হলে রুখে দাঁড়াব ৷ পুলিশ দিয়ে অসমকে চুপ করিয়ে রেখেছে ৷ বাংলায় সেটা করতে পারবে না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

ইতিমধ্যেই NRC ঠেকাতে বিধানসভায় এনআরসি সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই এনেছে তৃণমূল শাসিত সরকার ৷ প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস ৷ অসমে এনআরসি-র তীব্র প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূলনেত্রী ৷ গত ৩১ অগাস্টই তিনি জানিয়ে দেন, ‘যাঁরা এই প্রক্রিয়ার জন্য ভুগছেন, তাঁদের সঙ্গে আমি রয়েছি ৷ NRC-র নামে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে একটি বিশেষ দল ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমি বেঁচে থাকতে বাংলায় কেউ NRC চালু করতে পারবে না’, মমতার চরম হুঁশিয়ারি