TRENDING:

Mamata Banerjee at Jhargram: নজরে লোকসভা, ঝাড়গ্রামকে ৬০০ কোটি টাকার প্রকল্প উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee at Jhargram: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সেই মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ইতিমধ্যেই শুরু হয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা দেওয়া রাজ্যজুড়ে। মঙ্গলবারই পুরুলিয়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা দুই শ্রমিককে দিয়েছেন। সোমবার থেকেই শুরু হয়েছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া। নবান্ন সূত্রে খবর বুধবারের মধ্যেই ১০০ শতাংশ শ্রমিকের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন জেলার জেলাশাসকদের। নবান্ন সূত্রে খবর নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই সেই টাকা পৌঁছে গেছে শ্রমিকদের অ্যাকাউন্টে।এর মধ্যেই বৃহস্পতিবার অর্থাৎ আজ ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।পুরুলিয়ার মঞ্চ থেকে মঙ্গলবারেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের মঞ্চ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রামের মঞ্চ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

সূত্রের খবর, অনুষ্ঠান শুরুর আগেই কিছুক্ষণের জন্য ঝাড়গ্রামের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ৬০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য, পর্যটন-সহ একাধিক দফতরের প্রকল্প রয়েছে। চার দিনের জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পুরুলিয়ায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে আদিবাসী উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে বাউড়ি, বাগদি, লোধা উপজাতি-সহ একাধিক সম্প্রদায়ের প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে।  মনে করা হচ্ছে ঝাড়গ্রামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়গুলিকে বেশ কিছু বার্তা দিতে পারেন।

advertisement

আরও পড়ুন : গ্রেফতার শাহজাহান শেখ ! ৫৫ দিন পর গ্রেফতার ‘সন্দেশখালির বাঘ’

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত জঙ্গলমহল সফরে আসার আগেই বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক বোর্ডের জন্য আর্থিক বরাদ্দ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোধা উপজাতির তরফে অবশ্য মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী  তড়িঘড়ি নির্দেশ দিয়েছিলেন অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে। পাশাপাশি কুড়মি সমাজকেও পুরুলিয়ার মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সংগঠনগুলির দাবি মেনে ইতিমধ্যে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে অলচিকি ভাষায় ৪৯ জন শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ ঘোষণা মঙ্গলবারই পুরুলিয়া থেকে করেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে বৃহস্পতিবার ঝাড়গ্রামের মঞ্চ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at Jhargram: নজরে লোকসভা, ঝাড়গ্রামকে ৬০০ কোটি টাকার প্রকল্প উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল