সূত্রের খবর, অনুষ্ঠান শুরুর আগেই কিছুক্ষণের জন্য ঝাড়গ্রামের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ৬০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য, পর্যটন-সহ একাধিক দফতরের প্রকল্প রয়েছে। চার দিনের জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে পুরুলিয়ায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে আদিবাসী উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে বাউড়ি, বাগদি, লোধা উপজাতি-সহ একাধিক সম্প্রদায়ের প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। মনে করা হচ্ছে ঝাড়গ্রামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়গুলিকে বেশ কিছু বার্তা দিতে পারেন।
advertisement
আরও পড়ুন : গ্রেফতার শাহজাহান শেখ ! ৫৫ দিন পর গ্রেফতার ‘সন্দেশখালির বাঘ’
প্রসঙ্গত জঙ্গলমহল সফরে আসার আগেই বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক বোর্ডের জন্য আর্থিক বরাদ্দ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোধা উপজাতির তরফে অবশ্য মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি নির্দেশ দিয়েছিলেন অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে। পাশাপাশি কুড়মি সমাজকেও পুরুলিয়ার মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সংগঠনগুলির দাবি মেনে ইতিমধ্যে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে অলচিকি ভাষায় ৪৯ জন শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ ঘোষণা মঙ্গলবারই পুরুলিয়া থেকে করেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে বৃহস্পতিবার ঝাড়গ্রামের মঞ্চ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।