এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অফিসে হাজিরা দিতে দেরি হলেও আপাতত একমাস লাল কালির দাগ পড়বে না অনুপস্থিত বলে গণ্য করা হবে না৷ যেহেতু গণপরিবহণের অভাবে অফিসে আসতে সমস্যায় পড়ছেন কর্মীরা, তাই মানবিক দৃষ্টিকোণ থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সরকারি কর্মীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তাড়াহুড়ো করবেন না৷ অফিস আসতে আধ- এক ঘণ্টা দেরি হতেই পারে৷ এর জন্য এক মাস লাল কালি পড়বে না অ্যাবসেন্ট করা হবে না৷ মানবিক দিক দিয়েই বিষয়টি সংশ্লিষ্ট দফতর দেখে নেবে৷ রেল, মেট্রো এখনও চালু হয়নি৷ সবকিছু ধীরে ধীরে সচল হচ্ছে৷ সবাই এটা একটু মেনে নিন৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সতর্কতা মেনে সত্তর শতাংশ কর্মীদের সরকারি দফতরগুলিতে একদিন অন্তর একদিন অফিস আসতে হচ্ছে৷
advertisement
বুধবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বেসরকারি বাস সেভাবে পথে নামেনি৷ ফলে সময়ে অফিসে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অফিসযাত্রীদের জন্য৷ সময়ে অফিসে পৌঁছতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই৷ সংক্রমণের ঝুঁকি নিয়েই ভিড় বাসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মানুষ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরকারি কর্মীরা অন্তত অনেকটাই আশ্বস্ত হবেন৷
বৃহস্পতিবার থেকে অবশ্য কলকাতায় বেসরকারি বাস পথে নামবে বলে জানিয়েছে বাস মালিক সংগঠনগুলি৷ তার ফলে অফিসযাত্রীদের সমস্যারও অনেকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে৷