এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা শান্তির বার্তা দিন। শান্তি না থাকলে আপনার পায়ে কুড়ুল মেরে বিজেপি-কে সুবিধা দেবে। ভাঙরে যেটা করেছে সেটা ঠিক করেনি। সরকারি সম্পত্তি নষ্ট করে দিয়েছে। ৪০ লাখ টাকা লাগে একটা গাড়ি কিনতে। যাঁরা অশান্তিতে মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা দেওয়া হবে৷’’
এছাড়া, হিংসার ঘটনায় যাঁদের বাড়ি পুড়েছে, তাঁদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কাছে খবর আসছে বিএসএফের চটি জামা পরে চলে এসেছে। যে কায়দায় নন্দীগ্রামে হয়েছিল। বিএসএফ-ও গুলি চালিয়েছে। কেন বিএসএফ গুলি চালিয়েছে এটারও তদন্ত হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়েছিল। যাঁরা মারা গিয়েছেন তাঁদের ১০ লাখ টাকা সাহায্য করা হবে। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভেঙেছে সেটা এস্টিমেট করা দেওয়া হবে।’’
advertisement
পুলিশ সূত্রে খবর, আপাতত আরও বেশ কয়েক ঘণ্টা মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মালদহের দু’টি এবং বীরভূমের তিনটি ব্লকে ইন্টারনেট থাকবে না মঙ্গলবার পর্যন্ত। কারণ হিসাবে প্রশাসনের দাবি, উদ্ভূত গন্ডগোলের অন্যতম কারণ হল ‘গুজব’। সমাজমাধ্যম ব্যবহার করে যা দাবানলের মতো ছড়িয়ে অশান্তিতে উস্কানি দিচ্ছেন কিছু মানুষ। পুলিশের হুঁশিয়ারি, এঁদের কেউ পার পাবেন না। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমের কথায়, ‘‘পাতাল থেকেও খুঁজে বার করা হবে (অশান্তি পাকাচ্ছেন বা মদত দিচ্ছেন যাঁরা)।’’
এদিন পুলিশের সেই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘আপনারা ফেক নিউস তৈরি করছেন…বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’’ এমনকি, অমিত শাহকেও এদিন আক্রমণ করতে দেখা তাঁকে, ‘‘আমি ওঁর (অমিত শাহ) নাম আগে নিইনি। এত তাড়াতাড়ি কেন আছে? আপনাকে তো প্রাইম মিনিস্টার করবে না। মোদি জি চলে গেলে কী হবে? সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনি। মোদি জি কে বলব ওনাকে কন্ট্রোল করুন। ’’