TRENDING:

ঝড়বৃষ্টিতে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

ঝড়বৃষ্টিতে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক ঘণ্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা ৷ কলকাতায় ২৫টি জায়গায় উপড়ে পড়ল গাছ ৷ বিধান সরণিতে গাড়ির উপর গাছ পড়ে যায় ৷ ঝড়ে গাছ পড়ে গুরুতর আহত ২ ব্যক্তি ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন ৷ কলেজ স্ট্রিটে গাছ পড়ে বন্ধ রাস্তা ৷ কলকাতা মেডিক্যালের সামনেও গাছ উপড়ে পড়ে। এসএসকেএম-এ গাছ উপড়ে পড়ায় ৪ জন গুরুতর আহত হয়েছেন ৷ হাওড়ায় গাছ পড়ে একজনের মৃত্যুর খবরও মিলেছে । কোনও কোনও জায়গায় পুরনো বাড়িও ভেঙে পড়ে।
advertisement

ঝড়বৃষ্টিতে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও ফোন করে সতর্ক থাকতে বলেন। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা দফতরকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, কলকাতায় রাতের দিকে ফের ভারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আজ রাত ১০টার মধ্যে ফের ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সতর্কতা জারি হল পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায়।

advertisement

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সন্ধে ৭টার মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব প্রান্তে।

একইসঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পূর্ব মেদীনিপুরে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

''জোড়া নিম্নচাপ অক্ষরেখায় রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি। উত্তরপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার ওপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করেছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর জেরেই ঝড়বৃষ্টি।'' জানালেন, আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়বৃষ্টিতে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী