TRENDING:

Mamata Banerjee: 'আগ্নেয়াস্ত্র নয়, ওটা লাইটার,' মমতার বাড়ির গলিতে ধৃত নুরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি

Last Updated:

Mamata Banerjee: ধৃতকে আপাতত পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার হওয়া ধৃত নুরের আমিনের জামিনের আর্জি খারিজ করল আদালত। ধৃতকে আপাতত পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।
ধৃত নুরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি
ধৃত নুরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি
advertisement

মুখ্যমন্ত্রীর বাড়ির গলি থেকে গ্রেফতার হওয়ার নুর আমিনের আইনজীবী শেখ কিসানূর বাবু জানালেন, “আমরা জামিনের আবেদন করেছি আদালতের কাছে। তার গাড়িতে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি লাইটার ছিল। সেটার জন্য কীভাবে আর্মস অ্যাক্ট দিতে পারে? তার গাড়িতে একটি বেসবল খেলার ব্যাট এবং কুকরি পাওয়া গেছে। বেসবলটি ছেলেকে দেওয়ার জন্য ওই ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন। তিনি ইন্টেরিয়র এর কাজ করেন। তাই কুকরি বিভিন্ন কাজে তাদের ব্যবহার হয়।”

advertisement

আইনজীবীর দাবি, “নুর মানসিক ভারসাম্যহীন। তিনি কেন গেছেন এবং এই আইডি কার্ড গুলো কী কারণে ব্যবহার করত সেগুলো উনিও ঠিকভাবে পুলিশের কাছে বলতে পারছেন না। তার বেশ কিছু বছর ধরে চিকিৎসা চলছে, তিনি নিজেই একজন মানসিক ভারসাম্যহীন। তাই তার জামিনের আবেদন চাওয়া হয়েছে।”

পাল্টা সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। নুর আমিনের পরিবারের তরফে তিনি অসুস্থ বলে দাবি করা হয়েছে। গত দু বছর ধরে যে তিনি চিকিৎসার মধ্যে আছেন, সমস্ত কিছু খতিয়ে দেখবে পুলিশ। প্রয়োজনে তিনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন, তার সাথে কথা বলা এবং চিকিৎসার বিষয়ে অন্য চিকিৎসকদের মাধ্যমে ভেরিফাই করে নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের।

advertisement

আরও পড়ুন, ২১-শে জুলাই ফের ভয়াবহ! বাসের সঙ্গে ধাক্কা! ছিটকে পড়ে তৃণমূল কর্মীরা! আহত একাধিক!

আরও পড়ুন, মাথায় লেখা ‘মমতা অভিষেক’, একুশের ভিড়ে নজর কাড়লেন বর্ধমানের শের আলি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার নুর আমিনের মামলায় সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল বলেন, আমরা পুলিশে হেফাজতের আবেদন করেছিলাম। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালতের কাছে আদালত সবদিক বিচার বিবেচনা করে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আগ্নেয়াস্ত্র নয়, ওটা লাইটার,' মমতার বাড়ির গলিতে ধৃত নুরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল