১২ ফেব্রুয়ারি দলের জাতীয় কর্মসমিতি গঠন করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দেওয়া হয়, নতুনভাবে পদ ঘোষণা করবেন চেয়ারপার্সন। শুক্রবার ছিল সেই কর্ম সমিতির বৈঠক। শুক্রবার দায়িত্ব বণ্টন হলেও পার্থর নাম ঘোষণা হয়েছে শনিবার। পার্থ (Partha Chatterjee) দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন। তাঁর অভিজ্ঞতাও যথেষ্ট।
আরও পড়ুন: তিন বারের বদলে বছরে এক বার বিল, সম্পত্তি করের নিয়মে বড় বদল কলকাতা পুরসভার
advertisement
দলের পক্ষে একাধিকবার উল্লেখযোগ্য় সিদ্ধান্ত নিয়েছেন পার্থ (Partha Chatterjee)। তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা দিয়েছেনষ সাফ জানিয়েছেন, “যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তাদের অনুরোধ করেছি নাম প্রত্য়াহার করে নিতে। ৪৮ ঘণ্টার মধ্য দলের প্রার্থী পদের জন্য আবেদন জানাবেন তাঁরা। যাঁরা বিভিন্ন জেলাতে কো অর্ডিনেটর হিসাবে রয়েছেন তাঁরা ৪৮ ঘণ্টা বাদে নাম প্রত্যাহার না করলে বহিষ্কার করা হবে।"
আরও পড়ুন: ভোটে না দাঁড়িয়েই আসানসোলের মেয়র! জন্মদিনে বিধানকে বড় উপহার দিলেন মমতা
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্যন্ত বিশ্বস্ত কর্মী এবং পোড় খাওয়া, দুঁদে রাজনীতিক। ফলে সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।
