মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১২ তলার অফিস ভবন নির্মাণ করবে টিসিএস কর্তৃপক্ষ৷ সবমিলিয়ে ৯ লক্ষ বর্গফুট জায়গা থাকবে বিশ্বমানের এই বহুতল ভবনে৷ প্রায় ৫০০০ কর্মসংস্থান হবে টিসিএস-এর এই নতুন অফিস ভবনে৷
দ্বিতীয় ধাপে ১৫ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে আরও একটি বহুতল নির্মাণ করবে টিসিএস৷ সেখানে আরও ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে বেঙ্গল সিলিকন পার্কে টিসিএস-এর এই নতুন ক্যাম্পাসে ২৫ হাজার কর্মসংস্থান হওয়ার কথা৷
এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিরোধীদেরও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যাঁরা আমাদের অগ্রগতিগুলিকে ইচ্ছাকৃত ভাবে উপেক্ষা করে নিরন্তর বাংলার বদনাম করছেন, এই তথ্য দিয়ে তাদের মনে করিয়ে দিলাম যে আমরা কী করার ক্ষমতা রাখি৷ উদ্ভাবনী শক্তি, বিনিয়োগ এবং সবাইকে নিয়ে বৃদ্ধির কেন্দ্রবিন্দু এখন বাংলা৷ গোটা বিশ্ব তা প্রত্যক্ষ করছে৷’