মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে ভিন রাজ্য থেকে অত্যচারিত, কর্মহীন হয়ে যাঁরা রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন, তাঁদের সরকারের তরফ থেকে পরবর্তী কাজ খুঁজে না পাওয়ার পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে৷
সোমবার মমতা বলেন, ‘‘মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে.. বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। বাংলা ভাষায় কথা বললে হেনস্থা করা হচ্ছে। প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগ হেনস্থার স্বীকার হয়েছে। বাংলা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছে হেনস্থা হয়ে, আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। বাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিক যদের জন্য তাদের পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা করেছি ‘শ্রমশ্রী’। ’’
advertisement
মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘‘কাল শুনলাম অন্ধ্র প্রদেশে একজন খুন হয়েচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্যে যারা ফিরে আসবে তাদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। যত দিন না পর্যন্ত কাজ পাচ্ছেন প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেব। তাছাড়া কারোর প্রশিক্ষণ দরকার হলে আমরা প্রশিক্ষণ দেব। এর মধ্যে কর্মশ্রী প্রকল্প আছে। পরিযায়ী শ্রমিক এলে তাদের খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড দেব। নিজেদের বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধা করে দেওয়া হবে।
মমতার অভিযোগ, ‘‘বাংলার যে ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে ও বিদেশে কাজ করছেন তাঁরা সুবিধা পাবেন৷ যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করছেন তাঁরা পাবেন। শ্রম দফতর এটা কাজ করবে। অনেক বাংলাদেশে চলে গেছে বা যাঁরা নানা ভাবে অত্যাচারিত হয়েছে তাঁদের কোর্টে কেস করে নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত ১০ হাজার ফিরে এসেছে। শ্রমশ্রী পোর্টাল-এর মাধ্যমে তারা আবেদন করবে। তাদের একটা কার্ড দেওয়া হবে। Dm, bdo, ic দের বলব তাদের চিহ্নিত করতে।’’