TRENDING:

পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

এ বছর থেকে একই হারে সাড়ে চার হাজার টাকা করে পাবেন কলকাতা এবং জেলার আশা কর্মীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোর মুখে জেলার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পর্যন্ত কলকাতার আশা কর্মীরা সাড়ে চার হাজার টাকা পেতেন। জেলার আশা কর্মীরা ২০০০ টাকা পেতেন। এ বছর থেকে একই হারে সাড়ে চার হাজার টাকা করে পাবেন কলকাতা এবং জেলার আশা কর্মীরাও।
আশা কর্মীদের বোনাস ঘোষণা
আশা কর্মীদের বোনাস ঘোষণা
advertisement

উৎসবের মরশুমে বিশেষ ভাতা (Ex Gratia) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। আর সেখান থেকেই বড় ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান। আশা কর্মীদের জন্য সাড়ে চার হাজার টাকার বোনাস ঘোষণা করলেন তিনি। যদিও উৎসবের মরশুমে এই সমস্ত কর্মীদের এই বিশেষ ভাতা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কিছু বৈষম্য ছিল।

advertisement

আরও পড়ুন: হদিশ মিলল অবশেষে, সুপ্রিম কোর্টের শুনানির জন্য দিল্লিতে মানিক ভট্টাচার্য!

আরও পড়ুন: পুজোয় কোন রাস্তা বন্ধ, মণ্ডপে যাবেন কোন পথে? গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

শহরে যে সমস্ত আশাকর্মী কাজ করেন তাঁরা সাড়ে চার হাজার টাকা বোনাস পান। তবে গ্রামে যাঁরা কাজ করেন, তাঁরা দুই বা আড়াই হাজার টাকা মাত্র বিশেষ ভাতা পেয়ে থাকেন। আর এই বিষয়ে জানার পরেই হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার থেকে সবাই সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন। উৎসবের মরসুমে এই ঘোষণাতে খুশি রাজ্যের আশা কর্মীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণাতে উপকৃত হবেন কয়েক হাজার আশা কর্মী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল