আলিপুর বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজোর মণ্ডপ এবার তৈরি করা হয়েছে দিঘার নতুন জগন্নাথ মন্দিরের আদলে৷ উদ্যোক্তাদের এই ভাবনাতেই আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্গা পুজো সহ সারাবছর দায়িত্ব পালনে পুলিশ কর্মীদের এবং তাঁদের পরিবারের ভূমিকার প্রশংসার পাশাপাশি এই পুজোর ভাবনারও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, তাঁর বিচারে এই পুজোই এ বছরের সেরার সেরা৷
advertisement
আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো মণ্ডপ৷
দৃশ্যতই খুশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের কথা ভাবুন তো। পরিবারকে সময় দিতে পারেন না । আনন্দ, দুর্যোগ সবক্ষেত্রে পরিবার একাই থাকে। পুলিশ তার দায়িত্ব পালন করে চলেছে । তারা চাকরিতে যোগ দেওয়ার সময় থেকেই সমাজ, দেশ ও রাজ্যকে নিজেদের নিবেদন করেছেন৷ আমি এ বছর অনেক পুজো দেখছি৷ কিন্তু আপনারা যে ভাবে পুজো করেছেন, যেভাবে জগন্নাথ মন্দির ও দিঘাকে তুলে এনেছেন, তাতে আপনারাই সেরার সেরা৷ এটা আমি নিজের বিবেক থেকে বলছি৷’
এ দিনও পুজোর উদ্বোধনে গিয়ে বাংলা ভাষার অপমান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘কিছু মানুষ আছে কুৎসা করেন, ষড়যন্ত্র করেন৷ ৫ শতাংশ লোক এগুলো করেন৷ আমাকেও অনেক কথা বলেন, আমাকে অপমানিত করেন৷ আমি সব ধর্মে বিশ্বাসী৷ আমার ভাষাটাও ভাষা৷ অপমান যেন না করা হয়। আমরা অনেক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, এটাই আমার বাংলা৷ আমরা আমাদের গুরুজন, গুণীজনদের কাছে এটাই শিখেছি৷’