TRENDING:

Mamata Banerjee Anit Thapa Meeting: 'বিজেপি এত বছরে কী দিয়েছে?' মমতার সঙ্গে বৈঠক করতে শহরে অনীত! নতুন অঙ্ক পাহাড়ে!

Last Updated:

Mamata Banerjee Anit Thapa Meeting: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী নিয়ে কথা হবে সেই প্রসঙ্গে অনীত থাপা বলেন, ''ভেঙে পড়া সিস্টেমকে প্রথমে ঠিক করতে হবে। সিস্টেম ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার, ৬ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জিটিএ-র ভাবী চেয়ারম্যান অনীত থাপা (Anit Thapa)। ইতিমধ্যেই সেই বৈঠকের কারণে কলকাতায় পৌঁছে গিয়েছেন অনীত। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই জিটিএ-র শপথের দিনক্ষণ চূড়ান্ত হবে। তাতে প্রজাতান্ত্রিক মোর্চার তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। যদিও বর্ষার মরসুমে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে অনিশ্চয়তা আছে। অনীতের কথায়, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণেই কলকাতায় এসেছি। কোন পোগ্রাম নেই, সৌজন্যমূলক সাক্ষাৎ রয়েছে। জিটিএ নির্বাচনের পর সরকারের সঙ্গে কথা বলার জন্য এসেছি। জিটিএ-তে আগে আমাদের সিস্টেম ঠিক করতে হবে। পাহাড়ের সিস্টেম পুরো ভেঙে পড়েছে। পঞ্চায়েতের ব্যবস্থা নেই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই, মোটামুটি পুরো সিস্টেম ভেঙে পড়েছে। সেটাই প্রথমে ঠিক করতে হবে।''
নতুন সমীকরণ
নতুন সমীকরণ
advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হবে সেই প্রসঙ্গে অনীত বলেন, ''ভেঙে পড়া সিস্টেমকে প্রথমে ঠিক করতে হবে। সিস্টেম ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।'' জিটিএ নির্বাচনে সাফল্য নিয়ে তিনি বলেন, ''আমাদের একটাই ন্যারেটিভ ছিল, যতক্ষণ না আমরা সরকারের সঙ্গে মিলে কাজ করব পাহাড়ে উন্নয়ন হবে না, বেকারত্বের সমস্যার সমাধান হবে না। পাঁচ বছর আমরা এই নিয়ে সংঘর্ষ করেছি। এখন মানুষ বুঝতে শিখেছে।''

advertisement

আরও পড়ুন: কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায়! উত্তাল বঙ্গ রাজনীতি, তীব্র হচ্ছে গুঞ্জন

গোর্খাল্যান্ড নিয়ে অবশ্য অনীত বলেন, ''গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড তো আছে। কিন্তু যতক্ষণ না হচ্ছে, ততক্ষন যে সিস্টেম আছে, সেই সিস্টেমে কাজ করতে হবে।'' আলাদা রাজ্য প্রসঙ্গ নিয়ে অনীতের সংযোজন, ''এই সেন্টিমেন্ট তো আমাদের ওখানেও আছে। কিন্তু যতক্ষণ হবে না, যে দেবে বিজেপি সরকার এম পি রাজু বিস্তা এখন বলছেন এই বিষয়ে কথা না বলতে। কী করব, মুখ্যমন্ত্রী তো সততার সঙ্গে বলছেন হবে না, অন্তত মুখ্যমন্ত্রী তো গোর্খাদের প্রতি সৎ রয়েছেন। উনি তো সততার সঙ্গে বলছেন, যা হবে দেবেন, যেটা হবে না সেটা দিতে পারবেন না। অন্তত উনি সৎ। গোর্খারা পনেরো বছর বিজেপিকে ভোট দিয়েছে, কী পেয়েছি আমরা বলুন তো! এ জন্যই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।''

advertisement

আরও পড়ুন: রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যুবক, বড়সড় পদক্ষেপ এবার! অভিযুক্তেরও আজব দাবি

এ বার জিটিএ ভোটে ৪৫টি আসনের মধ্যে ৩৬টি আসনে প্রজাতান্ত্রিক মোর্চা প্রার্থী দেয়। বাকি ৯টি আসনে তারা নির্দলদের সমর্থনের কথা বলেছিল। কিন্তু বিরোধীদের দাবি, ৯টি নয়, ১০টি আসনে অনীত তৃণমূলকে পরোক্ষে সমর্থন করেছে। দুই দলের পতাকা একসঙ্গে নিয়ে প্রচারও হয়েছে জিটিএ-র তরাই এলাকায়। মুখ্যমন্ত্রী অবশ্য ভোটের ফল প্রকাশের পরে জানিয়েছেন, অনীতদের সঙ্গে তৃণমূলের সমঝোতা হয়েছিল। অনীতের দল ২৭টি আসন জিতেছে। তৃণমূল ৫টিতে। হামরো পার্টির ৮টি আসন ছাড়াও ৫ জন নির্দলও আছে। তৃণমূল জিটিএ-র সহযোগী দল হিসেবে বোর্ডে যাবে, না কি বাইরে থাকবে, তা অনীতের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই স্পষ্ট হবে। পাহাড়়ের তৃণমূল নেতাদের একটা অংশ বোর্ডে অংশ নিতে ইচ্ছুক। তবে সবই রাজ্য নেতৃত্ব ঠিক করবেন বলে সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Anit Thapa Meeting: 'বিজেপি এত বছরে কী দিয়েছে?' মমতার সঙ্গে বৈঠক করতে শহরে অনীত! নতুন অঙ্ক পাহাড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল