TRENDING:

Mamata Banerjee: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল

Last Updated:

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি ট্রাফিক নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকালই কলকাতার রাস্তাঘাট জবরদখল হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে৷ চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হল কলকাতার নগরপালকে৷ এবার দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হল বিনীত গোয়েলকে৷
হুগলি সেতুর যান নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ মমতা৷
হুগলি সেতুর যান নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ মমতা৷
advertisement

সূত্রের খবর, বাড়ি থেকে নবান্ন আসা যাওয়ার পথে গত কয়েকদিন দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট চোখে পড়ছিল মুখ্যমন্ত্রীর৷ এর পরই এ দিন কলকাতার নগরপালকে ফোন করেন তিনি৷ কেন দ্বিতীয় হুগলি সেতুর উপরে এত যানজট হচ্ছে, নগরপালের কাছে তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ রক্ষণাবেক্ষণের কাজ চললেও কেন তার জন্য আগে থেকে পরিকল্পনা করা হয়নি, সেই প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন:  রাজ ভবনে যাবেন না সায়ন্তিকারা! শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, কড়া হবেন রাজ্যপাল?

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি ট্রাফিক নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। দ্বিতীয় হুগলি সেতুর দু দিকের লেনেই মেরামতির কাজ চলছে। তার মধ্যেই কিভাবে ট্রাফিক কে সচল রাখা যায় তা নিয়ে বৈঠক করে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হুগলি সেতুর উপরে যান চলাচল মসৃণ রাখতে হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা শুরু করেছেন কলকাতা পুলিশের কর্তারা৷ যান নিয়ন্ত্রণে হুগলি সেতুর উপরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল