TRENDING:

Mamata Banerjee-Kejriwal Meeting: কেজরিওয়াল-মমতা বৈঠক শেষে ঐক্যের বার্তা, ‘বিজেপিকে সরাতে সবাই এককাট্টা’ বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee-Kejriwal Meeting:বিজেপিকে একই সুরে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷ বেরিয়ে এসে জাতীয় স্তরে ঐক্যের বার্তা দিলেন তিনজনই৷ ২০২৪ নির্বাচনে বিজেপিকে হারাতে একসঙ্গে বিরোধী লড়াইয়ের বার্তা দিলেন তিনি৷ সাংবাদিক বৈঠক থেকেও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখে শোনা গেল একই বার্তা৷
বৈঠকে তিন মুখ্যমন্ত্রী
বৈঠকে তিন মুখ্যমন্ত্রী
advertisement

সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ আমার কাছে একটা চিঠি এসেছে, বিদেশিদের খোঁজে, এনআরসি করার জন্য৷ এই সব নিয়ে আমাদের বন্ধ করা যাবে না৷ পাসপোর্ট তো ওদের কাছে আছে৷ আমার আবেদন, বিজেপিকে একটা ভোটও দেবেন না৷ আমি জানি, বিজেপি-র মধ্যেও অনেকে খুশি নন, তাঁদেরও আমি আবেদন করছি৷’

advertisement

এর পর দু’হাজার টাকা নোট বাতিল নিয়ে মমতা বলেন, ২০০০-এর নোট যখন নিয়ে এসেছিল, তখন বলেছিলাম, ১০০০-এর নোট দিয়েই জনতার হয়ে যাবে, তার পর আবার দু’হাজার কেন৷ এটা কি ধামাকা? দেশ এর সব মানুষ কষ্টে আছে৷’

বিজেপিকে একই সুরে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ পাশাপাশি মমতার লড়াইয়ের প্রশংসাও করেন তিনি৷ মমতা প্রথমেই বলেন, ‘আমাদের একটা সৌজন্য বৈঠক ছিল। বিশেষ করে দিল্লীতে যে অত্যাচার চলছে.. সৎ ভাবে অরবিন্দ কেজরিওয়ালকে এর সরকার কে কাজ করতে দিচ্ছে না। ওরা সব কন্ট্রোল করতে চাইছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর কেন্দ্র যে অর্ডিন্যান্স নিয়ে আসছে, এটা সুযোগ সব বিরোধী পার্টি গুলোকে একজায়গায় নিয়ে আসতে পারে তাহলে রাজ্যসভায় ওদের হারানো যাবে। আমরা পার্টি গত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজ্যসভায় সমর্থন দেব।’

advertisement

কেজরিওয়াল এর পরেই বলেন, ‘সব সময় দিদির ভালবাসা আমরা পাই। ২০১৫-তে আমাদের সরকার যেই তৈরি হল একটা নোটিফিকেশন করে আমাদের সব ক্ষমতা কেড়ে নিল। ৮ বছরের পর সুপ্রিম কোর্ট রায় দিল। তারপর কেন্দ্র অর্ডিন্যান্স এনে দিল। গণতন্ত্র কে ওরা বোকা বানিয়ে রেখেছে। বিজেপির যেখানে সরকার হয় না, সেখানে ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে সেখানে ওদের সরকার তৈরি করে দেয়।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একাদশ শ্রেণির ছাত্রী কাঁপিয়ে দিচ্ছে বড় বড় মঞ্চ! মোনালির কণ্ঠে মুগ্ধ গোটা এলাকা
আরও দেখুন

মমতা শেষে বলেন, ‘এরা নির্বাচনে লড়বে আর আপনারা সব ক্ষমতা নিয়ে নেবে। বিজেপি পার্টি কে সরাতে আমরা সবাই একসঙ্গে লড়বো৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee-Kejriwal Meeting: কেজরিওয়াল-মমতা বৈঠক শেষে ঐক্যের বার্তা, ‘বিজেপিকে সরাতে সবাই এককাট্টা’ বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল