মমতা বলেন, "কোনও বিধায়ক চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না৷ ফেসটাইমে কথা কম বলুন। হোয়াটসঅ্যাপ তুলে নিচ্ছে৷ জেলায় জেলায় আইবি'র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। কথা না শুনলে কোন দিন সকালে উঠে দেখবেন নামটা ঘ্যাচাং ফুঁ।"
advertisement
হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই বার বার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দলীয় সভা ও সমাবেশগুলিতে লাগাতার উঠে আসছে দুর্নীতি নিয়ে কড়া বার্তা। এদিনও আরও একবার নিয়োগ দুর্নীতি নিয়ে দলীয় নেতা কর্মী থেকে বিধায়ক কাউন্সিলরদের সচেতন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বিরুদ্ধে এদিনের মঞ্চ থেকে ফের একবার সোচ্চার হন তৃণমূল নেত্রী। মমতা নিজে স্লোগান তোলেন, "বিজেপির এজেন্সি চাই না, আমাদের চাকরি চাই। বিশ্বকর্মা পুজো বাদ রেখে আপাতত এটাই চলবে। বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।"
দিল্লি দখলের বার্তা দিয়ে মমতা বলেন, "পঞ্চায়েত নির্বাচনের পরেই আসল খেলা দেখবেন। বাংলা থেকেই আসল খেলা শুরু হবে৷ সঙ্গে এখন আমার বন্ধুরাও আছে৷ নীতিশ জি, তেজস্বী, অখলিশ আছে। সবাই এক হয়ে যাবে। যত খুশি গ্রেফতার করুন কেউ মাথা নোয়াবেন না৷ একটা কর্মীর কিছু হলে দল পাশে থাকবে। দল সব দূরবীন দিয়ে দেখে।"