এছাড়াও, কাটমানিতেও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। বালি, কয়লা পাচার রুখতেও কড়া মুখ্যমন্ত্রী। সরকারি কাজে কাটমানিতে অভিযুক্ত শাসক দল। প্রশাসনকে কাটমানি আটকাতে কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বিপর্যস্ত উত্তর সিকিম! ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে তছনছ! টিনটেকখোলায় মর্মান্তিক দুর্ঘটনা
জমি দখলেও কড়া ভূমিকা রাজ্য সরকারের। সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ পেয়েই রুষ্ট মুখ্যমন্ত্রী। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও প্রশাসনিক বৈঠকে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “দখলদারি মানব না। প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে।”
advertisement
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগ নজরে আসে খোদ মুখ্যমন্ত্রীর। সেই প্রসঙ্গও বৈঠকে তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি জমির চরিত্র বদলের অভিযোগও আসে নবান্নে। সব থেকে বেশি অভিযোগ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে। কলকাতায় সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগও এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে।