TRENDING:

নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক, বউবাজারের ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণা মেট্রোর

Last Updated:

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে মেট্রো কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই বাসিন্দাদের তরফে ক্ষতিপূরণ নিয়ে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বিপত্তি ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মাথার ছাদ হারাল অসংখ্য পরিবার। ক্ষতিগ্রস্থদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মেট্রোর ৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে মেট্রো কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই বাসিন্দাদের তরফে ক্ষতিপূরণ নিয়ে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী ৷
advertisement

এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বিপর্যয়ে যারা বাড়ি হারিয়েছেন তাদের বাড়ির বদলে বাড়ি করে দেওয়া হবে ৷ মেট্রোরেল এব্যাপারে সম্মত হয়েছে’ ৷একইসঙ্গে ৫২টি বাড়ির বাসিন্দাদের হোটেলের বদলে জেমস সিনেমার কাছে মেট্রোরেলের বাড়িতে অস্থায়ী জায়গা দেওয়ার কথাও আলোচনা হয় এই বৈঠকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বউবাজারের ওই ক্ষতিগ্রস্থ এলাকায় যাদের দোকান ছিল তাদের দোকানের বদলে দোকান করে দেওয়ার আশ্বাস ৷ মেট্রো কর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন আয় বন্ধ থাকার ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও রাখেন ৷ মেট্রো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক, বউবাজারের ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণা মেট্রোর