TRENDING:

Congress TMC alliance: রাহুলের পদযাত্রা শুরুর আগের দিন মমতাকে চিঠি খাড়গের! বরফ গলবে?

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নীতীশ কুমার ফের বিজেপি-র হাত ধরতে চলেছেন বলে ধরেই নিয়েছে রাজনৈতিক মহল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও এ রাজ্যে তৃণমূলের একলা চলার কথা জানিয়ে দিয়েছেন৷ এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎই টালমাটাল৷ তৃণমূলনেত্রীর অন্যতম অভিযোগ ছিল, বাংলায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার বিষয়েও তাঁকে কিছু জানায়নি কংগ্রেস৷
মমতাকে চিঠি খাড়গের৷
মমতাকে চিঠি খাড়গের৷
advertisement

এই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ অসমের উদাহরণ দিয়ে কংগ্রেস সভাপতি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাতেও রাহুল গান্ধির কর্মসূচিতে কিছু দুষ্কৃতী বাধা সৃষ্টি করতে পারে বলে তাঁর কাছে খবর রয়েছে৷ রাহুল গান্ধির পদযাত্রা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী যাতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেই অনুরোধ করেছেন মল্লিকার্জুন খাড়গে৷

advertisement

আরও পড়ুন: চড়েন রাষ্ট্রপতি, পাকিস্তানকে টসে হারিয়ে এই ঘোড়ায় টানা গাড়ি পেয়েছিল ভারত!

ঘটনাচক্রে এ দিনই জলপাইগুড়ি জেলায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলেছে কংগ্রেস৷ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, আমার কাছে খবর এসেছে, বাংলাতেও রাহুল গান্ধির পদযাত্রায় কিছু দুর্বৃত্ত সমস্যার সৃষ্টি করতে পারে৷ পদযাত্রা চলাকালীন রাজ্য প্রশাসনের বদনাম করাও এই পরিকল্পনার উদ্দেশ্য হতে পারে৷ আপনার কাছে আমার অনুরোধ, বাংলায় এই কর্মসূচি চলাকালীন রাহুল গান্ধি সহ পদযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যথাযথ নির্দেশ দিন৷

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছিল৷ মল্লিকার্জুন খাড়গেও চিঠিতে লিখেছেন, আপনার সঙ্গে গান্ধি পরিবারের সুসম্পর্কের বিষয়ে আমি অবহিত৷ আমি জানি, আপনি নিরাপত্তা জনিত কোনও সমস্যাই হতে দেবেন না৷ তবু ব্যক্তিগত ভাবে বিষয়টি আপনাকে জানানো উচিত বলেই আমি এই চিঠি লিখলাম৷

advertisement

কয়েক দিনের বিরতির পর আগামিকাল থেকে ফের জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে৷ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ফের দ্বন্দ্ব তৈরি হওয়ার পর এ রাজ্যে রাহুল গান্ধির কর্মসূচি নির্বিঘ্নে হয় কি না, সেদিকে সবারই নজর থাকবে৷ রাহুল গান্ধিও তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কোনও রাজনৈতিক বার্তা দেন কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

তবে খাড়গের এই চিঠির অন্য রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ কারণ, নীতীশ শেষ পর্যন্ত বিজেপির হাত ধরলে ইন্ডিয়া জোট যে অনেকটাই দুর্বল হবে তা বলার অপেক্ষা রাখে না৷ এই অবস্থায় মমতার মন জয়ে মরিয়া কংগ্রেস নেতৃত্ব৷ রাহুলের পদযাত্রা নিয়ে তাঁকে কিছু না জানানোর অভিযোগ তুলেছিলেন মমতা৷ নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে আসলে কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই ক্ষোভ প্রশমনেরই চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে৷ এই চিঠিতে কংগ্রেস নিয়ে মমতার মনোভাব বদলায় কি না, সেটাই দেখার৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress TMC alliance: রাহুলের পদযাত্রা শুরুর আগের দিন মমতাকে চিঠি খাড়গের! বরফ গলবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল