প্রকাশ্যে আসে মরা মুরগি কারবার। তদন্তে নেমে পুলিশ খোঁজ পায় নিউটাউনের ঢালি চিকেন সেন্টারের। এই খামারেই রমরমিয়ে চলছিল মরা মুরগির কারবার। ঢালি চিকেন সেন্টারের মালিক কওসর আলি ঢালি ততক্ষণে বেপাত্তা।
তবে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। প্রায় একমাস পর অবশেষে পুলিশের জালে কওসর আলি ঢালি।
বসিরহাটে বাড়ি, লেকটাউনে বিলাসবহুল ফ্ল্যাট থেকে দামী গাড়ি। মরা মুরগি বেচে কোটিপতি হয়েছিল কওসর। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে জানতে পেরে সেই বাড়ি থেকে স্ত্রী ও সন্তান নিয়ে পালায় সে।
advertisement
প্রায় একমাস বাদে বিধাননগর গোয়েন্দা বিভাগ, এয়ারপোর্ট ও হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে গ্রেফতার করে কওসরকে।
নিউটাউন ছাড়াও কওসরের আরও একটি খামারের খোঁজ মিলেছে । তাকে জেরা করে সেই খামারের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: জ্বালানির মূল্যদ্ধির প্রতিবাদে শুক্রবার কলকাতায় তৃণমূলের মিছিল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2018 9:28 AM IST