জানা গিয়েছে, কয়েক বছরের বন্ধুত্ব তাঁদের। ঘনিষ্ঠেরা জানতেন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে এক হল চার হাত। একেবারে গোপনীয়তায় মোড়া ছিল বিয়ের অনুষ্ঠান। কোনওরকম ভিড় এড়াতেই বার্লিন শহরকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি ঘনিষ্ঠমহলের।
advertisement
মহুয়ার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ডেনমার্কের ফাইন্যান্সার লার্স ব্ররসনের সঙ্গে বিয়ে হয় তাঁর। পিনাকি মিশ্ররও এটি দ্বিতীয় বিবাহ। আমেরিকায় উচ্চশিক্ষা সম্পূর্ণ করে JPMorgan Chase-এ ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে একসময় কাজ করেছেন মহুয়া। সংস্থার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ২০০৯ সালে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন, তারপরই তাঁর রাজনীতিতে প্রবেশ।
প্রথমে কংগ্রেসে যোগ দেন মহুয়া। রাহুল গাঁধীর বিশ্বস্তও ছিলেন। ২০১০ সালে তৃণমূলে যোগ। ২০১৬ সালে প্রথম করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। মহুয়াকে তার পরে সংসদে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ এবং ২০২৪, পর পর দু’বার কৃষ্ণনগর থেকে নির্বাচিত হন মহুয়া। বর্তমানে তিনি কৃষ্ণনগরের সাংসদ। অন্যদিকে, পিনাকি সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৯৬ সালে প্রথম বার তিনি কংগ্রেসের টিকিটে পুরী থেকে জয়ী হয়েছিলেন। পরে নবীন পট্টনায়েকের BJD-তে যোগ দেন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর পর তিন বার সাংসদ নির্বাচিত হন।