Digha Rath Yatra 2025: দিঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা চমকে ঠাসা! স্নানযাত্রা-উল্টোরথ, কীভাবে পুজোপাঠ, কবে শুরু উৎসব? জানুন

Last Updated:
Digha Rath Yatra 2025: দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্রদের ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে।
1/7
*নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির যে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দিঘায় এবার জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে আরও বাড়তি আকর্ষণ। চলতি বছরে দিঘার বালু মাটিতে গড়াবে জগন্নাথের রথের চাকা। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি। 
*নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির যে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দিঘায় এবার জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে আরও বাড়তি আকর্ষণ। চলতি বছরে দিঘার বালু মাটিতে গড়াবে জগন্নাথের রথের চাকা। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*পৃথক তিনটি রথে ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। প্রায় এক কিলোমিটার দূরে ইতিমধ্যে ৭৫ লক্ষ টাকা খরচে মাসির বাড়ির পরিকাঠামো উন্নয়নের কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সংগৃহীত ছবি। 
*পৃথক তিনটি রথে ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। প্রায় এক কিলোমিটার দূরে ইতিমধ্যে ৭৫ লক্ষ টাকা খরচে মাসির বাড়ির পরিকাঠামো উন্নয়নের কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্রদের ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে। আর তাতে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। একমাস আগেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম, এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। সংগৃহীত ছবি। 
*দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্রদের ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে। আর তাতে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। একমাস আগেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম, এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক। ৩৬ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন। হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোরকদমে কাজ। রথযাত্রায় পুরীর ধাঁচে সমস্ত আচার বিধি পালন করা হবে দিঘায়। রথের আগে ঘটা করে স্নানযাত্রাও হবে দিঘার জগন্নাথ মন্দিরে। সংগৃহীত ছবি। 
*রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক। ৩৬ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন। হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোরকদমে কাজ। রথযাত্রায় পুরীর ধাঁচে সমস্ত আচার বিধি পালন করা হবে দিঘায়। রথের আগে ঘটা করে স্নানযাত্রাও হবে দিঘার জগন্নাথ মন্দিরে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*১২ জুন পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা হবে। উদ্বোধনের সময় যেই খড়ের চালায় হোমযজ্ঞ হয়েছিল সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এসে পবিত্র স্নান করানো হবে। ১০৮ কলসির জলে স্নান করবেন তাঁরা। ওইদিন থেকে ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথের দর্শন। সন্ধ্যায় নতুন বেশে সাজানো হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সংগৃহীত ছবি। 
*১২ জুন পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা হবে। উদ্বোধনের সময় যেই খড়ের চালায় হোমযজ্ঞ হয়েছিল সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এসে পবিত্র স্নান করানো হবে। ১০৮ কলসির জলে স্নান করবেন তাঁরা। ওইদিন থেকে ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথের দর্শন। সন্ধ্যায় নতুন বেশে সাজানো হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*স্নানযাত্রার পর ভগবানের জ্বর আসে তাই ওই সময় দর্শন বন্ধ থাকবে। সেই জায়গায় দর্শনার্থীরা মদনমোহন বিগ্রহ দর্শন করতে পারবেন। অন্যান্য জায়গার মতোই এখানে রথযাত্রার আগের দিন অনুষ্ঠিত হবে নেত্র উৎসব। দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এ বছর উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি সোনার ঝাড়ুতে রথের পথ ঝাড়ু দেবেন। এরপর জগন্নাথ যাবেন মাসির বাড়ি। সংগৃহীত ছবি। 
*স্নানযাত্রার পর ভগবানের জ্বর আসে তাই ওই সময় দর্শন বন্ধ থাকবে। সেই জায়গায় দর্শনার্থীরা মদনমোহন বিগ্রহ দর্শন করতে পারবেন। অন্যান্য জায়গার মতোই এখানে রথযাত্রার আগের দিন অনুষ্ঠিত হবে নেত্র উৎসব। দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এ বছর উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি সোনার ঝাড়ুতে রথের পথ ঝাড়ু দেবেন। এরপর জগন্নাথ যাবেন মাসির বাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ‘মাসিরবাড়ি’। দিঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসিরবাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। ৭৫ লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ। সাতদিন রথ থাকবে মাসির বাড়ি, চলবে মহাপ্রসাদ বিতরণ। পালিত হবে রীতিনীতি। মাসির বাড়িতে যাবে নিমকাঠের মূর্তি, আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ। সংগৃহীত ছবি।
*রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ‘মাসিরবাড়ি’। দিঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসিরবাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। ৭৫ লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ। সাতদিন রথ থাকবে মাসির বাড়ি, চলবে মহাপ্রসাদ বিতরণ। পালিত হবে রীতিনীতি। মাসির বাড়িতে যাবে নিমকাঠের মূর্তি, আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement