TRENDING:

Mahua Moitra: দল কি আর পাশে নেই? মহুয়া মৈত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! স্পষ্ট হয়ে গেল সব

Last Updated:

Mahua Moitra: বহরমপুর সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে সরানো হল শাওনী সিংহ রায়কে। এখানেই বারবার হুমায়ুন বনাম শাওনী লড়াই প্রকাশ্যে এসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের সংগঠনে গুরুত্ব বাড়ল মহুয়ার। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া মৈত্র। সাম্প্রতিক সময়ে তাঁর ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে জল্পনা তৈরি হয়। অনেকেই বলেছিলেন, তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়-সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। মহুয়া নিজেও বলেছিলেন, দল তার পাশে আছে। এরই মধ্যে মহুয়ার দায়িত্ব বাড়ল।
মহুয়া মৈত্রের পাশেই দল
মহুয়া মৈত্রের পাশেই দল
advertisement

অন্যদিকে, বহরমপুর সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে সরানো হল শাওনী সিংহ রায়কে। এখানেই বারবার হুমায়ুন বনাম শাওনী লড়াই প্রকাশ্যে এসেছিল। সরলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে কানাইচন্দ্র মণ্ডল। নতুন দায়িত্বে এলেন জাকির হুসেন।

আরও পড়ুন: জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এক নির্দেশে মাথায় হাত জ্যোতিপ্রিয়র! হাসছে ইডি

এদিকে, অনুব্রত মণ্ডলের আসন ফাঁকা রাখল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতির দায়িত্ব কাউকে দেওয়া হল না। জেলা চেয়ারপার্সন দায়িত্ব দেওয়া হল আশিষ বন্দ্যোপাধ্যায়কে। তবে জেলা সভাপতির দায়িত্ব সামলাবে জেলার কোর কমিটি।

advertisement

আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

অপরদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হলেন হাজি নুরুল ইসলাম। এখানে সভাপতি ছিলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার করা হল সাংগঠনিক জেলা চেয়ারপার্সন। পাশাপাশি তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সৌমেন মহাপাত্রকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে দলের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে চিত্তরঞ্জন মাইতিকে। অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তরুণ মাইতিকে সরিয়ে জেলার চেয়ারম্যান পদে বসানো হয়েছে। সেই সঙ্গে জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পীযুষ কান্তি পণ্ডাকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Moitra: দল কি আর পাশে নেই? মহুয়া মৈত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! স্পষ্ট হয়ে গেল সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল