TRENDING:

Maheshtala Crime: কালীপুজোয় রক্তারক্তি, মহেশতলায় যুবককে পিটিয়ে খুনে উত্তেজনা, নামল RAF

Last Updated:

মহেশতলার প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, আটক ২ অভিযুক্ত! জানা যায়, মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবক বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের মধ্যে বচসা বাঁধে। বচসা থেকে হাতাহাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহেশতলার প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, আটক ২ অভিযুক্ত! জানা যায়, মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবক বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের মধ্যে বচসা বাঁধে। বচসা থেকে হাতাহাতি। এরপর ভাই শুভঙ্করকে ডাকে চিরঞ্জিৎ। দু’জন মিলে বরুণ (৩৫)কে বেধড়ক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে বরুণ মণ্ডলে মৃত ঘোষণা করা হয়! এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ-র‍্যাফ। অভিযুক্ত দুই ভাই শুভঙ্কর ও চিরঞ্জিতকে আটক করেছে পুলিশ।
মহেশতলার প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, আটক ২ অভিযুক্ত
মহেশতলার প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, আটক ২ অভিযুক্ত
advertisement

স্থানীয়দের অভিযোগ, প্রথমে বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্রের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর পর চিরঞ্জিত মিত্র তার ভাই শুভঙ্কর মিত্রকে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মণ্ডল। স্থানীয়রা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে। এর পরই বরুন মণ্ডলের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং খবর দেওয়া হয় জিনজিরা বাজার তদন্তকেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এলাকায় বরুণের মৃত্যুর খবর আসতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ও RAF। অভিযুক্তের শাস্তির দাবি জানায় স্থানীয়রা। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

আরও পড়ুন:বঙ্গে ‘SIR’ কবে? মুখ্য নির্বাচনী আধিকারিকদের দিল্লিতে তলব কমিশনের,জরুরি বৈঠকে উঠতে পারে বাংলার ম্যাপিং প্রসঙ্গ

আরও পড়ুন:সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত দুই ভাই চিরঞ্জিত মিত্র (৩৯) এবং শুভঙ্কর মিত্র(৩২) কে আটক করা হয়েছে। ঠিক কী কারনে গোটা ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১১ টা নাগাদ স্থানীয় কালীপুজোর মণ্ডপের সামনে নাচ-গান করছিল স্থানীয়রা। হঠাৎ নিজেদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তীব্র বচসা বাঁধে। বরুণের বুকে লাথি মারা হয়, তার পর চলে ক্রমাগত এলোপাথাড়ি মার। মাটিতে লুটিয়ে পড়ে বরুণ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, চিরঞ্জিতের পরিবার নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের সাথে কারও ভালো সম্পর্ক নয়। অভিযুক্তদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Maheshtala Crime: কালীপুজোয় রক্তারক্তি, মহেশতলায় যুবককে পিটিয়ে খুনে উত্তেজনা, নামল RAF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল