বুধবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ মনে করছে, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা এগিয়ে এলে এফআইআর-এর সংখ্যা বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ আজ, বৃহস্পতিবারও। বুধবারের গোষ্ঠী সংঘর্ষের পর আজ রবীন্দ্র নগরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
advertisement
আকরা স্টেশন থেকে রবীন্দ্র নগর থেকে বড়তলা পর্যন্ত মোতায়েন পুলিশ। বেশিরভাগ দোকান বন্ধ। থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব জায়গাতে ভাঙচুর ও ইট বৃষ্টি হয়েছিল সেইসব জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে এলাকায় পুলিশ টহল ও মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিবেশ রয়েছে। ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। পুলিশের বার্তা, ‘শান্তি বজায় রাখার দায়িত্ব সকলের। কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
Samir Mondal