যোগী সরকারের তরফে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, “বারো বছর পরে এই পুণ্য তিথি। মহাকুম্ভের স্নানে আপনি যোগ দিন। রাজ্যের অতিথি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।”এই প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমি ব্যস্ত থাকায় যেতে পারলাম না।
advertisement
তবে এই বড় ইভেন্ট যাতে সফলভাবে সমাপন হয়, তার জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ সরকার এবং আমন্ত্রক তথা উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকারকে শুভকামনা জানিয়েছেন বিমান বাবু ৷
আরও পড়ুন: বলুন তো, কোন ফলের ‘বীজ’ মুহূর্তে নামায় ‘বিছের’ বিষ…? নাম শুনলেই চমকাবেন, শিওর!
মহাকুম্ভে সবচেয়ে বেশি পুণ্যার্থীদের ভিড় জমে শাহী স্নানে। সেই কারণে ওই দিনগুলো বাদ দিয়ে অন্য কোনও দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভ মেলায় যাওয়ার পরামর্শ দেন উত্তরপ্রদেশের অধ্যক্ষ ৷