আরও পড়ুন– তাপমাত্রা আরও বাড়ল! মাঘ শেষের আগেই কি রাজ্যে শীতের বিদায়? জেনে নিন
২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পূণ্যার্থীর। তাঁদের মধ্যে অন্যতম হলেন কলকাতার এক বৃদ্ধা। রিপোর্ট অনুযায়ী, মৌনী অমাবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে প্রয়াগরাজে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দা বাসন্তী পোদ্দারের। তাঁর বয়স ৬৫ বছর। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে অশ্বিনী নগর এলাকার বাসিন্দা ছিলেন বাসন্তী পোদ্দার। ছেলে, মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পোদ্দার প্রয়াগরাজ গিয়েছিলেন পূণ্যস্নান করতে।
advertisement
বাসন্তী পোদ্দার
প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশ সরকারের তরফে বুধবার মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়। মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে মঙ্গলবার রাত থেকে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের তোড়জোড় শুরু হয়েছিল। গভীর রাতে বিপুল জনসমাগমে হুড়োহুড়ি শুরু হয়। রাত ২টো নাগাদ ভেঙে যায় ব্যারিকেড। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গিয়েছিলেন। যাঁরা পড়ে গিয়েছিলেন, প্রাণ বাঁচাতে তাঁদের উপর দিয়েই চলে যান অনেকে। এতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন পুণ্যার্থী ৷