TRENDING:

Madrasa Service Commission: SSC, প্রাথমিকের পর এবার মাদ্রাসা! বেনিয়মের প্রসঙ্গে 'এই' চরম হুঁশিয়ারি বিচারপতির

Last Updated:

Madrasa Service Commission: সাপের লেজ দিয়ে কান চুলকানো... 'কড়া' ভাষায় হুঁশিয়ার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশনকে 'তুলে' দেওয়ার হুঁশিয়ারি এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পরপর তিন বার মাদ্রাসা কমিশনের অনিয়ম আদালতের নজরে এসেছে। এরপরেই এই নিয়ে মাদ্রাসা কমিশনকে সতর্ক করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।
advertisement

"নতুন করে বেনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasa Service Commission) তুলে দেব", এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এস এস সি নবম দশম ও প্রাথমিকের পর এবার মাদ্রাসাতে নিয়োগের ক্ষেত্রেও বেআইনি নিয়োগের অভিযোগ উঠে আসছে একের পর এক। মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। ৭০ হাজার টাকা আকমল হুসেন-সহ সাত মামলাকারীকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

advertisement

আরও পড়ুন: কলকাতায় আর কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস! মুষলধারায় বৃষ্টি শুরু কবে? আবহাওয়ার Latest Update

এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে বিচারপতি গঙ্গোপাধ্যায় সতর্ক করে বলেন, "আমায় বেশি কথা বলাবেন না। বিপদে পড়ে যাবেন। সাপের লেজ দিয়ে কান চুলকানো ঠিক নয়।"

অভিযোগ ২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও তা দেওয়া হয়নি। ২০১৩-২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হন তারা। ৬ ফেব্রুয়ারি ২০১৪ নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয় এই মর্মে যে লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। কিন্তু তা হয়নি। এই মামলায় আদালত জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অগ্রাধিকার দিয়ে নাম সুপারিশ করতে হবে ১৫ দিনের মধ্যে। ভবিষ্যতে শূন্য পদে অগ্রাধিকার দিতে হবে।

advertisement

আরও পড়ুন: ইলিশ হাতেও ভালো পাতেও ভালো! কিন্তু জালে উঠবে তো? দু'মাস পর দুরুদুরু বুকে সমুদ্রমুখী মৎস্যজীবীরা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আকমল হুসেন সহ ৭ মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ জানান, "২০১৪-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করেন আমার মক্কেলরা। প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া সত্বেও তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয় না। দীর্ঘদিন পর একটি মামলার হলফনামা সূত্রে জানতে পারা যায় প্রশিক্ষণহীনদের নিয়োগ প্রক্রিয়ায় জায়গা দেওয়া হয়েছে। বিচারপতি এই অনিয়ম ধরে ফেলেছেন।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madrasa Service Commission: SSC, প্রাথমিকের পর এবার মাদ্রাসা! বেনিয়মের প্রসঙ্গে 'এই' চরম হুঁশিয়ারি বিচারপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল