সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা৷ অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷
advertisement
আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে৷ শেষ হবে দুপুর ১টায়৷ তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন৷
আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে টানা ১০ দিন। পরীক্ষা শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৪। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: বয়স অনুযায়ী কত থাকা উচিত কোলেস্টেরল? কখন বুঝবেন শিয়রে বিপদ…আগে দেখুন তালিকা
চলতি বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা৷ পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
