নবান্ন থেকে সাইবার ক্রাইমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের আধিকারিকরা গিয়েছেন। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বেরোনো নিয়েই মূলত বৈঠকটি পর্ষদ সভাপতি ও সাইবার ক্রাইমের বিশেষজ্ঞদের মধ্যে। বৈঠকে রয়েছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা৷
প্রশ্ন ফাঁস রুখতে বিভিন্ন জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে৷ পুলিশি নজরদারিও চলছে৷ তা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ঘুরছে হোয়াটসঅ্যাপে৷ মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও বীরভূমের কয়েকটি ব্লকে৷
advertisement
এরপরেও আজ ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘুরতে দেখা গিয়েছে৷ কী ভাবে প্রশ্ন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে? তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন৷ আজ অর্থাত্ বুধবার মালদহের বৈদ্যনাথপুর হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের কাছে মোবাইল উদ্ধার হয়েছে৷ তাকে আটক করা হয়েছে৷
মালদহের রতুয়ায় বৈদ্যনাথপুর হাই স্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গার্ড দেওয়ার সময়। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত বছরও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল৷