প্রসঙ্গত এ বছর আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। কিন্তু ওই একই দিনে সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলত নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা কীভাবে সম্ভব তা নিয়ে উদ্বেগে পর্ষদের আধিকারিকরা। পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যান সাগরদিঘী অঞ্চলের অসংখ্য পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা।
advertisement
আরও পড়ুন : ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
এই অবস্থায় পর্ষদ সূত্রে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 11:52 PM IST