এর আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রবল ক্ষোভ উগড়ে দেন মদন মিত্র৷ রাজ্যের একমাত্র সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিতে গিয়ে পুলিশকেও ‘ভেড়া’ বলে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদনের অভিযোগ, এসএসকেএম আর জনগণের হাসপাতাল নেই৷ বরং সেখানে এখন ফূর্তি চলে৷ বাম আমল হলে এসএসকেএমে রোগী ভর্তি করতে তাঁর কোনও অসুবিধা হত না বলেও আক্ষেপ করতে শোনা যায় মদনকে৷ এসএসকেএম হাসপাতাল বয়কটেরও ডাক দেন ক্ষুব্ধ মদন। এদিনও তাঁকে খানিকটা বেসুরোই দেখা গেল।
advertisement
তিনি আরও বলেন, ‘তৃণমূল ভাল লাগবে না, করবেন না। কিন্তু আমাদের দলেরই একাংশ যে ভাবে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারা ও মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যাকে সাবোতাজ করার চেষ্টা করছেন তাঁদের আমরা ঘৃণা করি।’
আরও পড়ুন- আলতো আলিঙ্গন, শোভনের বাহুডোরে বৈশাখী! বন্ধুত্ব-দিবসে আদরমাখা পোস্ট…
প্রসঙ্গত হরনাথ চক্রবর্তী হাত ধরেই বাংলা সিনেমার অন্যতম অভিনেতা হয়ে উঠতে চলেছেন কালারফুল বয় মদন মিত্র! তাহলে কি এবার রাজনীতি থেকে বিদায় নিয়ে অভিনয়ে মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেকে।
মদন মিত্র অভিনীত নতুন বাংলা ছবি ‘ও লাভলি’ র প্রমোশনে বারাসত স্টার মলে উপস্থিত হয়েছিলেন হিরো হিরোইন সহ কলাকুশলীরা। তবে সকলের মধ্যে বাড়তি নজর কেড়ে নেন মদন মিত্রই। রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিচ্ছেন।